মোসাদ্দেক আমাদের ধারণার বাইরে ছিল : উইলিয়ামসন

চ্যাম্পিয়ন্স ট্রফির চলতি আসরে বাংলাদেশের স্বপ্নটা এখনো বেঁচে আছে। গতকাল কার্ডিফের সোফিয়া গার্ডেনে নিউজিল্যান্ডের বিপক্ষে মহাকাব্যিক এক জয় নিয়ে টুর্নমেন্টের রেসে জায়গা করে নিয়েছে মাশরাফিবাহিনী।

আর তাতেই চ্যাম্পিয়ন্স ট্রফির গ্রুপ পর্ব থেকেই ছিটকে পড়েছে ব্ল্যাক ক্যাপরা। তবে অধিনায়ক কেন উইলিয়ামসনের আক্ষেকপটা অন্য জায়গায়। ৩৩ রানে চার উইকেট ফেলে দেওয়ার পরও ম্যাচ বের করে আনবে বাংলাদেশ, তা কল্পনাও করতে পারেননি তিনি।

সব মিলিয়ে হতাশ উইলিয়ামসন। ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘টস জিতে আগে ব্যাট করতে নেমে আমরা ভেবেছিলাম ৩০০ রান করা সম্ভব। ৪২তম ওভারে নেইল ব্রুম, কোরি অ্যান্ডারসন এবং জেমস নিশামকে ধারাবাহিকভাবে ফিরিয়ে দেওয়ার আগে স্পিনার মোসাদ্দেক হোসেন সৈকত আমাদের ধারণার বাইরে ছিল।‘

তবে ‘হতাশাও খেলার অংশ’ উল্লেখ করে টাইগারদের প্রশংসায় কিউই অধিনায়ক বলেন, ‘বাংলাদেশ ভালো বল করেছে। আমাদের ম্যাচ হারার অনেক কারণই ছিল। কিন্তু আমাদের প্রচেষ্টার অভাবের কারণে নয়। আমরা নিশ্চিতভাবে আমাদের সেরাটা দিয়ে খেলতে পারিনি। ‘

এভাবে ম্যাচ থেকে ছিটকে যাওয়ার ব্যাপারে উইলিয়ামসন বলেন, ‘ব্যাট হাতে আমরা শক্ত অবস্থানে ছিলাম। যদি ম্যাচটি আমাদের পরিকল্পনা অনুযায়ী থাকতো তাহলে আমরা অবশ্য ভালো করতাম। আমাদের মিডল অর্ডার ব্যাটসম্যানরাও বেশ শক্তিশালী। তারাও অনেক মেধাবী। কিন্তু আমাদের কিছু রানের ঘাটতি ছিল। এটা ছোট টুর্নামেন্ট, সীমিত ওভারের খেলা। আপনি যদি চান সবাই একইদিনে জ্বলে উঠবে, সেটা কখনই সম্ভব নয়।‘