যশোরের মনোরোগ বিশেষজ্ঞ ডা. সেলিমের আত্মহত্যা

মনোরোগ বিশেষজ্ঞ ডা. আব্দুস সালাম সেলিম (৫৫) গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। যশোর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের ডাক্তার আহমেদ তারেক শামস একই বিভাগের ডাক্তার শাহিনুর রহমান সোহানের উদ্ধৃতি দিয়ে বলেন, সকাল ৯টার দিকে ডা. সেলিমের মরদেহ হাসপাতালে আনা হয়।

শনিবার সকাল ৮টার দিকে শহরের বিমানঅফিস পাড়া এলাকার ভাড়া বাসায় এই ঘটনা ঘটে বলে তার স্ত্রী জানিয়েছেন।

ডা. সেলিমের স্ত্রী মনিরা বেগম জানিয়েছেন, সকালে তিনি রান্না করছিলেন। ওই সময় তিনি (ডাক্তার সেলিম) ঘরের কার্নিশে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। মাস তিনেক ধরে ডা. আব্দুস সালাম সেলিম মানসিকভাবে বিপর্যস্ত ছিলেন।

সম্প্রতি তাকে যশোর জেনারেল হাসপাতাল থেকে বগুড়ায় বদলি করা হয়। তিনি সেখানে যেতে চাননি। এসব কারণে তিনি আত্মহত্যা করতে পারেন বলে তিনি মনে করছেন।

মরদেহ ময়না তদন্তের জন্যে হাসপাতালের মর্গে রাখা হয়েছে বলে তিনি জানান।

এ ব্যাপারে যশোর কোতোয়ালি থানার ওসি মো. তাজুল ইসলাম বলেন, বিষয়টি আমাদের জানা নেই। খোঁজ-খবর নেওয়া হচ্ছে। ডা. আব্দুস সালাম সেলিম যশোর শহরতলীর নওদাগাঁয়ের সুলতান আহমেদের ছেলে।