যে কারণে হিন্দু নাম রাখে ইন্দোনেশিয়ার মুসলমানরা

বিশ্বের বৃহত্তম মুসলমান দেশ ইন্দোনেশিয়া। এখানে দুই শতাংশেরও কম হিন্দু রয়েছে। তারপরেও এখানে বেশির ভাগ ক্ষেত্রেই হিন্দুত্বের ছাপ স্পষ্ট। হিন্দু দেব-দেবীর পূজা হয় এখানে, পাশাপাশি ভাষাতেও তার প্রভাব রয়েছে। এর কারণ হচ্ছে, ভারত ও ইন্দোনেশিয়া সাংস্কৃতিক ক্ষেত্রে একে অন্যের খুব কাছাকাছি।

ইন্দোনেশিয়ার অন্যতম গুরুত্বপূর্ণ দ্বীপ জাভা, যেখানে দেশটির ৬০ শতাংশ মানুষ বাস করে। তেরো থেকে পনেরো শতকের মাঝে এখানে মাজাপাহিত নামের এক হিন্দু সাম্রাজ্য ফুলে ফেঁপে ওঠে। আর তখন থেকেই এখানের সংস্কৃতি, ভাষা ও ভূমির ওপর হিন্দু সংস্কৃতির ছাপ পড়ে যায়।

ইন্দোনেশিয়ার অনেক জায়গা ও অনেক ব্যক্তির নাম সংস্কৃতের জেনে অনেকেই অবাক হন। অনেক মুসলমান নারীদের নাম এখানে বিদ্যা, প্রিয়া, কৃষ্ণা।

ইন্দোনেশিয়ার ভাষাকে বাহাসা ইন্দোনেশিয়া বলা হয়। তাদের ভাষাতে সংস্কৃতের প্রভাব দেখা যায়। ইন্দোনেশিয়াতে একটা কথা প্রচলিত রয়েছে, নেম ইজ আ উইশ অর্থাৎ সন্তানদের যেমন দেখতে চান অভিভাবকেরা তেমনই নাম রাখেন। অর্থাৎ সন্তানকে শক্তিশালী দেখতে চাইলে ভীম নামও রাখেন অনেকে।