রংপুরের পীরগঞ্জে ইয়াবাসহ ৪ ব্যক্তি আটক, প্রাইভেটকার জব্দ

রংপুরের পীরগঞ্জ থানা পুলিশের বিশেষ অভিযানে ৬০২ পিস ইয়াবাসহ ৪ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।
এ সময় ইয়াবা পরিবহণে ব্যবহৃত ১টি সাদা রংয়ের প্রাইভেটকার জব্দ করা হয়।

রোববার ভোরে রংপুর-ঢাকা মহাসড়কের জামতলা নামক স্থানে এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, ইয়াবাসহ ১টি প্রাইভেটকার ঢাকা গাজীপুর হতে কুড়িগ্রামের উদ্দেশ্যে রওনা দিয়েছে এমন সংবাদের ভিত্তিতে পীরগঞ্জ থানা পুলিশ জামতলা নামক স্থানে ঐ কারটির গতি রোধ করে এবং তল্লাসী চালিয়ে বিশেষ কায়দায় কার-এ লুকিয়ে রাখা ৬০২ পিস ইয়াবা উদ্ধার করে।

এ সময় কার-এ থাকা মাদক ব্যবসায়ী গাজীপুরের জয়দেবপুর উপজেলার টেককাথরা গ্রামের সেলিম হোসেনের পুত্র সোহেল রানা (২৮), রংপুরের পীরগঞ্জ উপজেলার কাশিমপুর গ্রামের ইয়াকুব চৌকিদারের পুত্র রাখু মিয়া (৩৫), টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার পুট বহুরিয়া গ্রামের শাহজাহান ব্যাপারীর পুত্র রিপন হোসেন (৩৬) ও প্রাইভেটকার চালক গাজীপুরের শ্রীপুর উপজেলার কেওয়া পশ্চিমখন্ড গ্রামের নাছির উদ্দিনের পুত্র সোহেল হোসেন (২৮)কে গ্রেফতার করা হয়।

এ ব্যাপারে সহকারী পুলিশ সুপার, রংপুর (ডি সার্কেল) কামরুজ্জামান জানান, ‘গ্রেফতারকৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, তারা গাজীপুরের এক জনৈক মাদক ব্যবসায়ীর কাছ থেকে ইয়াবা’র চালান নিয়ে কুড়িগ্রামের এক মাদক ব্যবসায়ীর কাছে পৌছানোর কথা ছিল। এ ব্যাপারে পীরগঞ্জ থানায় মাদক আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে।’