রেল লাইনের ঝোপ থেকে ভেসে আসছিল মৃদু কান্নার আওয়াজ, এগিয়ে যেতেই দেখলো…

রেল লাইনের ধার থেকে উদ্ধার একটি শিশুকন্যা। রেল লাইনের ধারে ঝোপ থেকে সকাল থেকেই ভেসে আসছিল মৃদু কান্নার আওয়াজ। প্রথমটায় কেউ বিষয়টি বুঝতে না পারলেও বেলা বাড়তে কান্নার আওয়াজ শুনে এগিয়ে যেতেই দেখা গেল বিড়াল নয়, পড়ে রয়েছে একটি শিশু।

বৃহস্পতিবার সকালে ঘটনাটি ঘটেছে বেলুড় খামারপাড়ায়। পুলিশ জানায়, অজ্ঞাতপরিচয় ওই শিশুটির বয়স ৫-৬ মাস। রেল রক্ষী বাহিনী তাকে হাওড়া চাইল্ড লাইনের হাতে তুলে দিয়েছে। পুলিশ ও স্থানীয় সূত্রের খবর, বেলুড় ও লিলুয়া স্টেশনের মাঝখান দিয়ে একটি আলাদা লাইন চলে গিয়েছে বেলুড় মঠ স্টেশনের দিকে। সেই লাইনের পাশে রয়েছে ঝোপঝাড়।

সেখানেই আরপিএফ পোস্টের পাশে ঝোপ থেকে এ দিন ভোরে কান্নার আওয়াজ শুনতে পান পথচারীরা। প্রথমে কেউই তেমন আমল দেননি। কিন্তু বেলা গড়াতে কান্নার আওয়াজও বাড়তে থাকে। তখন পথচারীরা গিয়ে দেখেন, লাল কাপড়ে মোড়া একটি পুঁটলি পড়ে রয়েছে।

তার ভিতর থেকেই আসছে কান্নার আওয়াজ। পুঁটলি খুলতেই দেখা যায় খালি গা, দু’হাতে লোহার বালা ও কপালে কাজলের টিপ পরানো, গলায় কালো সুতোর মধ্যে মাদুলি ঝোলানো এক কন্যাসন্তান। সারা গায়ে ছেঁকে ধরেছে লাল পিঁপড়ে। তাদের কামড়ের যন্ত্রণাতেই কাঁদতে শুরু করেছিল শিশুটি।

খবর পেয়ে জড়ো হয়ে যান স্থানীয়েরাও। আসে রেল রক্ষী বাহিনী। তারাই শিশুটিকে উদ্ধার করে অফিসে নিয়ে যায়। নতুন জামা কিনে এনে পরানো হয়। চিকিত্‍সককে দিয়ে দেখানোর পরে খাওয়ানো হয় দুধ। এর পরেই খবর যায় শিশু সুরক্ষা কমিটির কাছে। সেখান থেকে প্রতিনিধিরা এসে শিশুটিকে নিজেদের হেফাজতে নিয়ে যান। কে বা কারা শিশুটিকে ফেলে গিয়েছে, তা তদন্ত করে দেখছে পুলিশ।