রেল লাইন দ্রুত বাস্তবায়নসহ ২১ দফা দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন

প্রধানমন্ত্রীর প্রতিশ্রুত রৈললাইন দ্রুত বাস্তবায়ন, শহরের উপর দিয়ে প্রবাহিত প্রাণসায়ের খাল খনন অনিয়ম বন্ধ, জলাবদ্ধতা নিরসন, আম্পান দুর্গত এলাকায় দ্রুত টেকসই বেড়িবাঁধ নির্মাণসহ ২১ দফা দাবীতে সাতক্ষীরায় মানববন্ধন কর্মসুচি পালিত হয়েছে।

সাতক্ষীরা জেলা নাগরিক কমিটির আয়োজনে বৃহস্পতিবার দুপুরে প্রেসক্লাবের সামনে উক্ত মানববন্ধনে কর্মসুচি পালিত হয়।

সংগঠনটির আহবায়ক আনিসুর রহিমের সভাপতিত্বে এত বক্তব্যে রাখেন, এড. শেখ আজাদ হোসেন বেলাল, মাধব চন্দ্র দত্ত, আলী নুর খান বাবুল, আব্দুল বারী, প্রভাষক ইদ্রিস আলী, এড. আবুল কালাম আজাদ প্রমুখ।

মানববন্ধনে বক্তারা বলেন, সরকার বিভিন্ন উন্নয়ন প্রকল্প পর্যাপ্ত বরাদ্দ দিলেও তার সুফল জনগন পাচ্ছে না। বক্তারা এ সময় প্রধানমন্ত্রী প্রতিশ্রুত নাভারন- মুন্সিগঞ্জ রেললাইন দ্রুত বাস্তবায়ন, শহরের উপর দিয়ে প্রবাহিত প্রাণসায়র খাল খনন অনিয়ম বন্ধ, জলাবদ্ধতা নিরসন, আম্পানে দুর্গত এলাকায় দ্রুত টেকসই বেড়িবাঁধ নির্মাণসহ ২১দফা দাবীসহ আশু বিভিন্ন সমস্যা সমাধান সরকারের দৃষ্টি আকর্ষণসহ আগামী বাজেটে সাতক্ষীরা জেলার উন্নয়ন পর্যাপ্ত বরাদ্দের দাবী জানানো হয়।