লালমনিরহাটে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে শিশু নিহত

লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে লিংকন নামে ৫ বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন শিশুটির মা-বাবা। তারা বর্তমান চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন।

শুক্রবার (৩০ এপ্রিল) সন্ধ্যায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান ওই শিশু।

গত বুধবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলা ডাকবাংলা ভবনের পাশে একটি নিজ বাসায় এ গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে বাবা সাইফুল ইসলাম (৩৫), মা লায়লা বেগম (২৫) ও শিশু লিংকন আহত হন।

স্থানীয়রা জানান, বুধবার (২৮এপ্রিল) রাত সাড়ে ৮টার দিকে সেহেরীর রান্নার প্রস্তুতি করছিলেন শিশুটির মা লায়লা বেগম। হঠাৎ করে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হলে বিকট শব্দে তারা তিনজন ছিটকে পড়ে যান। এসময় তাদের শরীরে আগুন ধরে গিয়ে তিনজনের মধ্যে শিশুটির শরীরের ৫৫ শতাংশ দগ্ধ হয়েছে। পরে বাঁচানোর জন্য আত্মচিৎকার করলে স্থানীয় লোকজন বিষয়টি টের পেয়ে ছুটে গিয়ে তাদের উদ্ধার করে। প্রথমে আহত অবস্থায় উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে গেলে সেখানকার চিকিৎসকরা রংপুরে রেফার করেন। রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিট চিকিৎসাধীন অবস্থায় শিশুটি মারা যান।

এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রবিউল হাসান বলেন, শিশুসহ তার মা-বাবা দুজনের শরীর পুড়ে গেছে। শিশুটির বাবা সাইফুল ডাকবাংলো কেয়ারটেকার হিসাবে কর্মরত ছিলেন।

কালীগঞ্জ ফায়ার স্টেশনের (ভারপ্রাপ্ত) কর্মকর্তা আবু তাহের জানান, ফায়ার সার্ভিস কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছেন। সে সময় তাদের হাসপাতালে নিয়ে যায়। পুরে যাওয়া স্থান গুলো তদন্ত করা হয়েছে। গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ থেকেই আগুনের সূত্রপাত বলে জানান তিনি।