শেরপুরের শ্রীবরদী সরকারি কলেজে শহিদ বুদ্ধিজীবী দিবস পালন

শহীদ বুদ্ধিজীবী দিবস (১৪ ডিসেম্বর)। বাংলাদেশের ইতিহাসে এক কলঙ্কময় দিন। বাঙালি জাতির ইতিহাসে বেদনাবিধুর দিন। সারাদেশের মানুষ বেদনাসিক্ত অশ্রু-শ্রদ্ধায় জাতির শ্রেষ্ঠ সন্তানদের স্মরণ করে।

এরই ধারাবাহিকতায় শেরপুর জেলার শ্রীবরদী সরকারি কলেজে যথাযথ মর্যাদায় পালন করা হয় শহিদ বুদ্ধিজীবী দিবস।

দিনটি পালন উপলক্ষে কলেজের হলরুমে অনুষ্ঠিত হয় সাংস্কৃতিক প্রতিযোগিতা পুরষ্কার বিতরণ ও আলোচনা সভা।

এর আগে সূর্যোদয়ের সাথে সাথে পতাকা উত্তলন ও শহিদদের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন কলেজের শিক্ষক কর্মকর্তারা। এরপর রচনা, স্বরচিত কবিতা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অত্র কলেজের অধ্যক্ষ প্রফেসর এ.কে.এম. আলিফ উল্লাহ আহসান।

সভাপতিত্ব করেন অত্র কলেজের উপাধ্যক্ষ জনাব মো. আক্রাম হোছাইন।

অনুষ্ঠানের আহবায়ক হিসাবে দায়িত্ব পালন করেন রসায়ন বিভাগের প্রভাষক জনাব রিফাত আহমেদ। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন বাংলা বিভাগের প্রভাষক জনাব হামিদুর রহমান।

এসময় বক্তব্য রাখেন কলেজের শিক্ষক কর্মকর্তারা। বক্তারা শহিদ বুদ্ধিজীবী দিবসের তাৎপর্য শিক্ষার্থীদের মাঝে তুলে ধরেন।

অনুষ্ঠান শেষে প্রধান অতিথি বিজয়ীদের মাঝে পুরুষ্কার বিতরণ করেন।