সাতক্ষীরার কলারোয়ায় ফারিয়া বনাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মধ্যে প্রীতি ক্রিকেট ম্যাচে ফারিয়া জয়ী

কলারোয়া সরকারি হাইস্কুল ফুটবল মাঠে ঔষধ কোম্পানির রি- প্রেজেনজেটিভদের সংগঠন ফারিয়ার সার্বিক সহযোগিতায় কলারোয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স বনাম ফারিয়ার মধ্যে এক প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয়।

টসে জয়লাভ করে ফারিয়া নির্ধারিত ১৬ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৩৫ রান সংগ্রহ করে।দলের পক্ষে সর্বোজিৎ ৪২ ও শরিফ ২০ রান করেন। জবাবে কলারোয়া স্বাস্থ্য কমপ্লেক্স ১৬ ওভারে সব কয়টি হারিয়ে ৮৫ রান সংগ্রহ করে। ফলে ফারিয়া ৫০ রানে জয়লাভ করে। স্বাস্থ্য কমপ্লেক্সের পক্ষে মামুন (ল্যাব) ৩৯, ডাঃ রণজিৎ ১৯ রান করেন। ফারিয়ার পক্ষে বোলিং ইবনে সিনার প্রতিনিধি ফজলু ৫ উইকেট লাভ করেন। ফলে ফারিয়ার পক্ষে একমির প্রতিনিধি সব্বৌজৎি ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হন।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত থেকে পুরুষ্কার বিতরন করেন কলারোয়া উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক জাহিদুর রহমান খান চৌধুরী, কলারের পাবলিক ইনস্টিটিউটের সাধারণ সম্পাদক এ্যাডঃ শেখ কামাল রেজা, জেলা ফুটবল রেফারি এ্যাসোসিয়শনের আজীবন সদস্য আলঃ আব্দুর রহিম বাবু, কলারোয়া রিপোর্টাস ক্লাবের সভাপতি আজাদুর রহমান খান চৌধুরী পলাশ, চেয়ারম্যান শেখ সোহেল রানা, এস,ডি,এফ ম্যানেজার মোঃ শাহাজাহান, কালিয়া থানার এস,আই আশিকুর রহমান, আবাসিক মেডিকেল অফিসার ডাঃ মোঃ শফিকুল ইসলাম, সাংবাদিক সরদার জিল্লুর, আরবী প্রভাষক মাওঃ তৌহিদুর রহমান, সাংস্কৃতিক কর্মি শেখ সালাউদ্দিন প্রমুখ।

Exif_JPEG_420

আম্পায়ারের দায়িত্ব পালন করেন মাসউদ পারভেজ মিলন ও ফারুক হোসেন স্বপন। স্কোরারের দায়িত্ব পালন করেন সাংবাদিক মোঃ জাহাঙ্গীর হোসেন। ধারাভাষ্যে ও উপস্থাপনায় ছিলেন সহকারী অধ্যাপক মোঃ রফিকুল ইসলাম ও শিক্ষক শেখ শাহাজাহান আলী শাহিন। উল্লেখ্যা যে, কলারোয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত মেডিকেল অফিসার ডাঃ গাজী আশিক বাহার ময়মনসিংহে সহকারী কমিশনার হিসাবে যোগদান এবং ডাক্তার হিসেবে কর্মময় জীবনের শেষ কর্ম দিবস উপলক্ষে এই প্রীতি ক্রিকেট ম্যাচের আয়োজন করা হয়।

Exif_JPEG_420