সৌরজগতের বাইরে চাঁদের সন্ধান

সৌরজগতের বাইরে সম্ভবত প্রথম কোনো এক্সোমুন বা উপগ্রহের সন্ধান পেলেন জ্যোতির্বিজ্ঞানীরা। মার্কিন যুক্তরাষ্ট্রের কলোম্বিয়া বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক এমনটাই দাবি করেছেন। পৃথিবী থেকে চার হাজার আলোকবর্ষ দূরে এ উপগ্রহের সন্ধান পান তারা। একটি দৈত্যকার গ্রহের কক্ষপথে ঘুরে চলেছে সেটি। খবর কলকাতা টোয়েন্টিফোর।

এক্সোমুন ক্যানডিডেট কেপলার-১৬২৫ বি আইকে একটি গ্রহের কক্ষপথে ঘুরতে দেখেছেন জ্যোতির্বিজ্ঞানীরা। এটি আয়তনে বৃহস্পতির চেয়ে বড় ও নেপচুনের সমান। তাই গবেষকদের দল একে ‘নেপ্টমুন’ নাম দিয়েছে। নেপ্টমুন সম্পর্কে আরও তথ্য পেতে হাবল স্পেস টেলিস্কোপের ব্যবহার করা হবে বলে জানিয়েছেন জ্যোতির্বিজ্ঞানীরা।