৭০ বছরের পুরনো বোমা ‘ব্লকবাস্টার’!

জার্মানের ফ্র্যাঙ্কফুট শহরে ৭০ বছর পুরনো একটি বোমাকে নিস্ক্রিয় করা নিয়ে হুলুস্থুলু পড়ে গেল। যার জেরে ৬০ হাজার মানুষকে ঘর ছাড়া হতে হল।

দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর জার্মানিতে এই প্রথম শুধুমাত্র একটি বোমাকে নিস্ক্রিয় করার জন্য এত মানুষকে তাদের বাসস্থান থেকে সরানো হল। যদিও শেষমেষ বোমাটিকে নিস্ক্রিয় করা সম্ভব হয়েছে বলে জানিয়েছে জার্মান প্রশাসন।

৭০ বছর পুরনো বোমাটির নাম ব্লকবাস্টার৷ প্রায় ১.৮ টনের এই বোমাটি ফ্র্যাঙ্কফুটের মতো শহরকে ধুলিসাৎ করে দিতে সক্ষম৷ দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় হিটলারকে ঠেকাতে ব্রিটেন এই বোমার প্রয়োগ করেছিল জার্মানির উপর৷ কিন্তু বোমাটি তখন ফাটেনি৷ ৭০ বছর ‘নিখোঁজ’ থাকার পর সম্প্রতি বোমাটির সন্ধান পাওয়া যায়৷

ফ্র্যাঙ্কফুট শহরের নিরাপত্তা প্রধান মার্কাস ফ্র্যাঙ্ক জানান, ঘটনাস্থল থেকে ১.৫ কিমি রেডিয়াসের মধ্যে থাকা সব বাসিন্দাদের অন্যত্র সরানো হয়েছে৷ এই ১.৫কিমি এর মধ্যে দুটি বড় হাসপাতাল রয়েছে৷ সেই হাসপাতালের রোগীদের স্থানান্তর করা হয়েছে৷ তিনি আরও বলেন, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এই প্রথম এত বাসিন্দাদের অন্যত্র সরানো হল।