সহকারী শিক্ষক পদে নিয়োগ পরীক্ষার স্থগিতাদেশ প্রত্যাহারের দাবিতে রাঙ্গামাটিতে বিক্ষোভ

রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার স্থগিতাদেশ প্রত্যাহার এবং পূর্ব নির্ধারিত তারিখ ১৪ নভেম্বর, ২০২৫ তারিখে পরীক্ষা গ্রহণের দাবিতে প্রাথমিক ‘সহকারী শিক্ষক’ নিয়োগ পরীক্ষার বিক্ষুব্ধ প্রার্থীরা জেলা পরিষদ ঘেরাও করে বিক্ষোভ সমাবেশ করেছেন।

বুধবার (১২ নভেম্বর) সকাল ১০টায়, বিক্ষুব্ধ শিক্ষার্থীরা জেলা পরিষদের প্রধান ফটক বন্ধ করে পরিষদ প্রাঙ্গণে বিক্ষোভ সমাবেশ করে। এ সময়, সংক্ষুব্ধ শিক্ষার্থীরা জেলা পরিষদ অফিস ভবনের প্রধান ফটকে তালা ঝুলিয়ে দেয়।

বিক্ষোভ সমাবেশে শিক্ষার্থীরা বলেন, সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা ১৪ নভেম্বর অনুষ্ঠিত হওয়ার কথা ছিল, কিন্তু জেলা পরিষদ মঙ্গলবার পরীক্ষা স্থগিত করার জন্য একটি বিবৃতি জারি করেছে। আমরা এর প্রতিবাদ জানাই।

বিক্ষোভকারীরা বলেন, জেলা পরিষদ পরীক্ষার তারিখ ঘোষণা না করা পর্যন্ত তাদের কর্মসূচি অব্যাহত থাকবে।

এসময় জেলা পরিষদে চেয়ারম্যান এবং অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন না।

প্রসঙ্গত, রাঙ্গামাটি জেলা পরিষদে প্রাথমিক শিক্ষক নিয়োগ ২০২২ সাল থেকে বন্ধ রয়েছে। ইতিমধ্যে ৫৮৯টি শূন্যপদ তৈরি করা হয়েছে। এই পরীক্ষায় ৬৬৪৮ জন আবেদন করেছেন।