নিজস্ব বাতাসে ছাতিমের ঘ্রাণ || নাজমীন মর্তুজা

নাজমীন মর্তুজা : কাঞ্চন নামের এক অলৌকিক নদীর ধারে ছিল আমাদের বাড়ি ।উত্তরবঙ্গের মানুষ আমি, মেইড ইন উত্তরবঙ্গ।চোখের আঙিনায় মাটির কোঠা ঘর সমুহ, ফলনশীল বাগান মহান সব বৃক্ষের ছায়ায় শান্ত ছায়াছন্ন।
বাড়ির পেছনেই পুকুর । একটু দুরেই কুকুরশালা নামে মস্তদীঘির মতো পুষ্করিণী । পায়ে পায়ে জলাশয় গাছপালা খোলা বসতহীন জমি, অবারিত পরিসর আমার চরাচরের কতো মাত্রা ছিল !
নিত্য আমার নবীন চোখে ধরা পড়তো
কতো রুপকথার মতো মাত্রা । আকাশে বকপাতি, ইক্ষুবনে বৃষ্টির ধারা, দোয়েলের শিশ,
ছিল ভাটবন মাদারগাছ, শিমুল ফুল
ছিল বাদল দিনের প্রথম কদম,হেমন্তের সত্যিকারের ময়দানে ,বকুলের গাছ থেকে ঝরে পড়তো ফুল, যখন নিজ গ্রাম ছেড়েছিলাম
হেমন্তের ছাতিম ফুলের গাঢ় গন্ধে
মনোবেদনা টের পাইনি । ইদানিং খুব বেশী আনচান মনের
মধ্যে । মনে হয় কতো কি ফেলে এসেছি সেদিন ।
মনে পড়ে কবেকার হারানো মার্বেল, লাটিম, ছেলেবেলার বন্ধু
পেয়ারা গাছ, ল্যাংড়া আম গাছ এমনকি
পরিচিত ভিখিরিগুলোর জন্য বিরহে বোধ হয় চোখে জল আসে ! আসলে কোন শহর কোল পেতে বসে ছিল আমার জন্য ?
আমার জন্য তো নাড়ি ছেঁড়া টান
আছে তো শুধু একজনেরই ।

(চলবে…..)