এই পথ ধরে || আফসান আলম

এই পথ ধরে
আফসান আলম


এখন আমি ভুলেই গেছি
ভোর কাকে বলে!
এখন আমি ভুলেই গেছি
কেমন হয় সকাল!
শুধু মনে আছে এই পথের কথা।
তোমার আছে?
তুমি বাড়ি থেকে বেরুতেই দেখতে
মূল দরজার ঠিক সামনে দাঁড়িয়ে আছি।
শুধু একবার তোমায় দেখবো বলে।
দীর্ঘক্ষণ অপেক্ষায় থাকার পর
তোমাকে দেখে আমার মুখে হাঁসি ফুটত
তোমার মুখেও সেই হাসির রেশ মিলত।
বিকেলে তোমার ফেরার সময় হলে
যেখানেই থাকি না কেন
ছুটে এসে বসে থাকতেম এই পথের পাশে।
আর ক্ষণে ক্ষণে অস্থির চিত্তে ভাবতেম
কখন আসবে তুমি!
তুমি জানতে চাইলেই কত কি বাহানা করতেম!
এখন আমি ভুলেই গেছি
ভোর কাকে বলে!
কেমন হয় সকাল!
তুমি নেই বলে
তব আছি এই পথ ধরে
তোমার অপেক্ষায় চেয়ে।