একটি পাখি পোড়াল ১৭ একর জমি!

জার্মানিতে ঘটে গেলো এক অদ্ভুত এবং দুর্ভাগ্যজনক ঘটনা। বিদ্যুতের তারে বেসছিল একটা পাখি। বিদ্যুতায়িত হয়ে পড়ে গেলো পাখিটি। আর পড়েই জ্বালিয়ে দিলো ১৭ একর জমি!

গত সোমবার বিকেলে রস্টকের এক উপকূলীয় শহরে এ ঘটনা ঘটে যায়। স্থানীয় সংবাদমাধ্যমগুলো জানায়, পাখির গায়ে আগুন ধরে গেলে ওটা একটি শুকনো ক্ষেতে পড়ে। আর ওই পাখির গায়ের আগুন ধরে যায় শুকনো ফসলে। বাতাসের কারণে খুব দ্রুত আগুন ছড়িয়ে পড়তে থাকে। হু হু করে ছড়াতে থাকে আশপাশে। আগুন এগোতে থাকে রাইখদাল এবং কোস্টেরবেকের আবাসিক এলাকার দিকে। পঞ্চাশ জন অগ্নিনির্বাপক কর্মী আর স্বেচ্ছাসেবকদের চেষ্টায় সেই আগুন নিয়ন্ত্রণে আসে। হেলিকপ্টারও ব্যবহৃত হয়।

স্থানীয় ফায়ার সার্ভিস ফেসবুকে লিখেছে যে, প্রাথমিক হিসেবে দেখা গেছে, ৭ হেক্টর ফসলের ক্ষেত একেবারে পুড়ে গেছে। বসতবাড়ি অবধি পৌঁছানোর আগেই আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। তারা একটি ছবিও শেয়ার করেছে ফেসবুকে।

সবমিলিয়ে কতটা আর্থিক ক্ষতি হয়েছে তা বলা হয়নি। কেউ আহত হননি।

অদ্ভুত ঘটনায় আগুন লাগার কাহিনি এটাই প্রথম নয়। এ বছরের মার্চেই ইতালিতে তিন মার্কিন শিক্ষার্থী পানি ছাড়া পাস্তা রানতে গিয়ে গোটা অ্যাপার্টমেন্টেই আগুন লাগিয়ে দেন।

সূত্র: এনডিটিভি