দুর্গাপুরে সাতদিন ব্যাপী কমরেড রাশিমণি মেলা শুরু

দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি : নেত্রকোনার দুর্গাপুরে ৩১ জানুয়ারী থেকে ৬ ফেব্রæয়ারী টংক ও জমিদার প্রথা উচ্ছেদ আন্দোলনের অন্যতম মহীয়সী নারী নেত্রী, কমরেড মনিসিংহের সহযোদ্ধা শহীদ রাশিমণি‘র ৭১তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে হাজংমাতা রাশিমণি স্মৃতি স্তম্ভে ৭ দিন ব্যাপী রাশিমনি মেলা শুরু হয়েছে।

হাজং মাতা রাশিমনি কল্যান ট্রাস্ট এর উদ্যোগে সকাল ১১টায় কুল¬াগড়া ইউনিয়নের সীমান্তবর্তী এলাকা বহেড়াতলী গ্রামে এ মেলার উদ্বোধন করেন সংগ্রামী আদিবাসী বর্ষিয়ান নারী নেত্রী কুমুদিনী হাজং। আদিবাসী নেতা স্বপন হাজং এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জাতীয় কবি নজরুল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সাকার মাহমুদ। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, ইউপি চেয়ারম্যান সুব্রত সাংমা, বাংলাদেশ হাজং উন্নয়ন সংগঠনের নেতা হরিদাস হাজং প্রমুখ।

বক্তারা বলেন, প্রতিবছর এ মেলা হাজং সম্প্রদায়ের মিলন মেলায় পরিনত হয়। এতে বিভিন্ন কর্মসূচীর মধ্যে হাজং মাতা রাশিমনি স্মৃতি সৌধে পুস্প স্তবক অর্পণ, দেশ বরেন্য রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দের অংশগ্রহনে আলোচনা সভা, রচনা, চিত্রাঙ্কন, হা-ডু-ডু খেলা, লোকজ সাংস্কৃতিক অনুষ্ঠান, নারী পথিকৃতদের ভিডিও প্রদর্শনসহ সামাজিক, সাংস্কৃতিক ও এনজিও সংগঠনের বিভিন্ন স্টল মেলায় শোভাবর্ধন করে থাকে।