সমুদ্রের পোকার হাসির ভিডিও ঘিরে শোরগোল, আসল রহস্যটা কী?

ভদ্রলোক পেশায় মৎস্যজীবী। তার নেশা সমুদ্র থেকে মাছের পাশাপাশি বিচিত্র সব জীবের অনুসন্ধান করা। এর আগেও তিনি নানা রকম প্রাণীর ছবি, ভিডিও তুলে ইন্টারনেট মাত করেছেন। এবার সেই ভদ্রলোক, রাশিয়ার রোমান ফেদোর্তসভ একটা পোকার ভিডিও শেয়ার করেছেন। তার দাবি, ভিডিওতে ওই পোকাকে হাসতে দেখা গেছে।

জানা গেছে, বিদঘুটে দর্শন ওই পোকার চিৎকৃত হাসি ভিডিওতে শোনা গেলেও সেই হাসির শব্দ আসলে ‘এডিটেড’। রোমান নিজেই সেই হাসি ভিডিওতে বসিয়েছেন, কেন না তার মনে হয়েছে, ওই পোকা যদি হাসত, তাহলে এমন অদ্ভুত শব্দ করেই হাসত। কিন্তু ওই পোকা আসলে কোন প্রজাতির? তা নিয়ে আলোচনা চললেও এখনও নিশ্চিত করে বলা যায়নি। তবে গভীর সমুদ্রের ওই বাসিন্দাকে পলিসাইট বা মেরিন ব্রিস্টল ওয়ার্ম গোত্রীয় বলছেন অনেকে।

কিন্তু পোকাটা কি আদৌ হাসছে? আমেরিকান মিউজিয়াম অফ ন্যাচারাল হিস্ট্রির কিউরেটর মার্ক সিডল স্পষ্ট জানিয়েছেন, তিনি অনেক খুঁজেও পোকাটির হাসি খুঁজে পাননি। তার মতে বিশেষ ক্যামেরা অ্যাঙ্গল থেকে তোলা হয়েছে বলে ওই রকম দেখাচ্ছে বটে। কিন্তু সেটা সত্যি নয়। তবে আপাতত সেই পোকা দেখতে রোমানের টুইটারে ভিড় জমাচ্ছেন নেটিজেনরা।