১৫ই আগস্ট || ওমর ফাইয়ায

১৫ই আগস্ট
ওমর ফাইয়ায


নীরবতা, নিস্তব্ধতা
হুম, নীরবতা নিস্তব্ধতা আর নির্জনতার মাঝেও
যেন শুনতে পাই কারো হাহাকার;
শুনতে পাই কারো ক্রন্দন আর আত্মচিৎকার।
এখনো কর্ণকুহরে ঝংকার তুলে অস্ত্রের ঝনঝনানি আর বুলেটের হৃদকম্পনধ্বনি।
চোখের সামনে ভেসে উঠে ছিন্নভিন্ন অঙ্গ,
ভেসে উঠে লাশের সাড়ি আর জীবন্ত কবরস্থান।
আমি যেন দেখতে পাচ্ছি ছোট্ট রাসেলের চোখের জল,
দেখতে পাচ্ছি বুলেটে ঝাঁজরা হওয়া তার বিদীর্ণ বক্ষ আর ছুপছুপ জমে থাকা অশ্রুমিশ্রিত রক্ত।
হে রাসেল কেমন ছিলো তোমার সেদিনের গগনবিদারী আত্মচিৎকার?
কিভাবে তোমার অন্তরাত্বা কেড়ে নিয়েছিলো বুলেটের তীব্র আঘাত?
জানিনা, আমি জানতে চাইনা।
আমি চাই তোমরা যেন সুখে থাকো,
যেখানেই থাকো যেভাবেই থাকো,
আর অমর হয়ে থাকো বাংলার কোটি অন্তরে!!