২০ বছরে পৃথিবীর জলবায়ুতে পরিবর্তনের তথ্য প্রকাশ করল নাসা

গত ২০ বছরে পৃথিবীর জলবায়ুতে কি ধরনের পরিবর্তন এসেছে সেই তথ্য এবার প্রকাশ করলেন নাসার বিজ্ঞানীরা। বিভিন্ন উপগ্রহের পাঠানো ছবির মাধ্যমে প্রামাণ্য তথ্য তুলে ধরেছেন তাঁরা।

মহাকাশ থেকে গত ২০ বছর ধরে পৃথিবীর এই পরিবর্তনের মুহুর্তগুলি তুলে রেখেছিল উপগ্রহগুলি। এবার সেই ছবিগুলিই সাধারণ মানুষের সামনে নিয়ে আসা হয়েছে।

চাঁদের মাটির মালিকানা হারাল নাসা!

১৯৯৭ সাল থেকে সংগ্রহ করা ছবিতে মূলত সমুদ্র পৃষ্ঠের বৈচিত্র্য, ভূপৃষ্ঠের ও উদ্ভিদের পরিবর্তন নজরে এসেছে। ছবিতে স্পষ্ট দেখা যায়, সমুদ্রের নীচে ফাইটোপ্লাঙ্কটন শ্রেণীর উদ্ভিদের বংশবৃদ্ধি, ঝতু অনুযায়ী সমুদ্র পৃষ্ঠের রং-এর পরিবর্তন। এতে ধরা পড়েছে দেশ অনুযায়ী ভূপৃষ্ঠে শষ্য উৎপাদনের পার্থক্যও। বিজ্ঞানীদের মতে, পৃথিবীপ্রেমীদের কাছে এই দৃশ্য রীতিমতো লোভনীয়।

এমনকি আড়াই মিনিটের এই ছবিতে ধরা পড়েছে, আন্টার্কটিকার বরফের চাঁই এর চলনও । বরফের গলনের পরিমাণ যে বেড়েছে তাও স্পষ্ট।

এই ছবিগুলি বর্তমানে মৎস্যজীবী, প্রাণীবিজ্ঞানী ও উদ্ভিদবিজ্ঞানীদের কাজে সহায়তা করবে বলে মত নাসার।

সূত্র: কলকাতা টোয়েন্টিফোর