আইপিএলে ‘আমার ভুলটা কোথায়’ কেন বিক্রি হলাম না?

প্রয়াস রায়বমর্ণের মতো ১৭ বছরের এক তরুণের শখ বিরাট কোহলির সঙ্গে সেলফি তোলা। অথচ তার কি সৌভাগ্য, যে তারকার সঙ্গে সেলফি তোলার স্বপ্ন দীর্ঘদিনের, সেই তারকার সঙ্গেই খেলার সুযোগ করে দিল আইপিএল। প্রয়াসের সেই স্বপ্ন পূরণের আইপিএলে অবহেলিত বাংলার (পূর্ব ভারতের ক্রিকেট দল) অধিনায়ক মনোজ তিওয়ারি।

মঙ্গলবার হয়ে যাওয়া আইপিএলের ১২তম আসরের নিলাম অবিক্রীত রয়ে গেলেন জাতীয় দলে ‘সাবেক’ হয়ে যাওয়া তারকা ক্রিকেটার মনোজ তিওয়ারি। ভারতীয় দলের হয়ে ১২টি ওয়ানডে এবং তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলা তিওয়ারি এবারের নিলামে দল পাননি।

২০১৫ সালের পর থেকে জাতীয় দলের বাইরে থাকা ৩৩ বছর বয়সী তিওয়ারি আইপিএলে দল না পেয়ে রীতিমতো হতাশ।

নিজের অফিসিয়াল টুইটারে জাতীয় দলের হয়ে একটি সেঞ্চুরি করা তিওয়ারি লেখেন, ‘দেশের হয়ে সেঞ্চুরি করে ম্যান অব দ্য ম্যাচ হয়েছিলাম। তারপর টানা ১৪টা ম্যাচে দলের বাইরে থাকতে হলো। ২০১৭ আইপিএলে এতগুলো ট্রফি জিতেছিলাম আমি। ভুলটা ঠিক কোন জায়গায়?।’

ভারতীয় ক্রিকেট দলের এই তারকা ক্রিকেটারের মন্তব্যকে সমর্থন জানিয়েছেন ক্রিকেটপ্রেমীরা।