আশফাকের পর বৈধ বিএনপির জুবলীও

নির্বাচন কমিশনে আপিল করে প্রার্থিতা ফিরে পেয়েছেন ঢাকা-১ আসনে বিএনপি মনোনীত ফাহমিদা হুসেইন জুবলী।

শুক্রবার দুপুরে আগারগাঁওয়ের নির্বাচন ভবনে শুনানি করে সাবেক সংরক্ষিত আসনের এমপি ও ইডেন মহিলা কলেজের সাবেক নেত্রী জুবলীর আপিল মঞ্জুর করে নির্বাচন কমিশন (ইসি)।

বাছাইয়ে সময় বিএনপি মহাসচিবের জাল স্বাক্ষরেরর অভিযোগ এনে জুবলীর মনোনয়ন বাতিল করেছিলেন রিটার্নিং কর্মকর্তা।

এর আগে বৃহস্পতিবার একই আসনে বিএনপি মনোনীত আরেক প্রার্থী ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক খন্দকার আবু আশফাকও আপিলে প্রার্থিতা ফিরে পান।

ঢাকা-১ আসনে এবার আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট বিশিষ্ট ব্যবসায়ী সালমান এফ রহমানকে মনোনয়ন দিয়েছে। এ ছাড়া এখানকার বর্তমান এমপি জাতীয় পার্টির সালমা ইসলাম স্বতন্ত্র হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন।