‘উনি চলে যাবেন জানলে পাশেই বসে থাকতাম’

সোমবার সন্ধ্যা ৬টা ১৩ মিনিটে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন নায়ক রাজ রাজ্জাক। বাবার মৃত্যুতে দারুণভাবে শোকাহত সন্তানেরা। বড় ছেলে বাপ্পারাজ ও ছোট ছেলে সম্রাট দেশে থাকলেও মেজ ছেলে বাপ্পী কানাডা প্রবাসী।

রাজ্জাকের মৃত্যতে বাংলাদেশের চলচ্চিত্র জগত যেন হঠাৎ করে স্তব্ধ হয়ে গেছে। শোক প্রকাশ করেছেন অনেকেই। রাজ্জাক শুধু একজন অভিনেতাই ছিলেন না। অভিনয়ের মাধ্যমে হয়ে উঠেছিলেন কিংবদন্তি। হয়ে উঠেছিলেন এ দেশের চল্পচ্চিত্র জগতের অভিভাবক। চলচ্চিত্রের বিজ্ঞাপনে কণ্ঠ দেওয়া মাজহারুল ইসলাম আফসোস করে রাজ্জাককে নিয়ে একটি পোস্ট দিয়েছেন।

‘আমি ভীষণ ভেঙে পড়লাম,ভাবতেই পারছি না ভাইজান নেই। দিন তিনেক আগেই উনার বাসায় গেলাম দেখা হলো না।

রাজ্জাক ভাই বিছানা থেকে উঠতেই পারলেন না। সম্রাটের বৌ বললেন যে উনি ইঞ্জেকশন নিয়ে ঘুমাচ্ছেন। আরে আমি কি জানি উনি চলে যাবেন, তাহলে উনার পাশেই বসে থাকতাম সেইদিন। আল্লাহ উনাকে বেহেস্ত নসিব করুন, আমিন। ‘