খাগড়াছড়ির মাটিরাঙ্গায় আগুন নেভানোর কৌশল শেখালো ফায়ার সার্ভিস

খাগড়াছড়ি পার্বত্য জেলার মাটিরাঙ্গা উপজেলায় আগুন নেভানোর কৌশল, হতাহতদের উদ্ধার ও তাৎক্ষণিক করণীয় বিষয়ে স‌চেতনতামূলক অগ্নি নির্বাপন মহড়া অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার(৩০শে ‌মে) সকালের দি‌কে মাটিরাঙ্গা উপজেলা স্বাস্থ্য কম‌প্লেক্স চত্বরে মা‌টিরাঙ্গা ফায়ার সা‌র্ভিস ও সি‌ভিল ডি‌ফে‌ন্সে স্টেশন ইনচার্জ জিবক কান্তি বড়ুয়ার নেতৃ‌ত্বে মহড়াটি অনুষ্ঠিত হয়।

মহড়া শে‌ষে ১তলা বি‌শিষ্ট‌ উপ‌জেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনকা‌লে এ‌ক্সটিং গুইশার ব্যবহার, বিদ্যুৎ লাই‌ন নিরাপদ রাখা, ফাযার সে‌প্টি প্লান বিষয় পরামর্শ দেন স্টেশন ইনচার্জ জিবক কা‌ন্তি বড়ুয়া।

এ সময উপজেলা স্বাস্থ্য কম‌প্লে‌ক্সের ভারপ্রাপ্ত প‌রিচালক ডা: রুপম চক্রবর্তীসহ হাসপাতা‌লের বিভিন্ন কর্মকর্তা, চিকিৎসা নি‌তে আসা নানা শ্রেণী পেশার মানুষ ও ফায়ার সার্ভিসের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।