গোপালগঞ্জে ১৫০০ মানুষের মুখে হাসি ফোটালো সেনাবাহিনী

গোপালগঞ্জের করোনায় ক্ষতিগ্রস্ত নিম্নআয়ের ১৫০০ মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেছে বাংলাদেশ সেনাবাহিনী। এসময় তাদের চাল, ডাল, তেল, আলু ও পেঁয়াজ দেয়া হয়।

বুধবার (৭ জুলাই) সকালে জেলার কাশিয়ানী, মুকসুতপুর, কোটালীপাড়া ও টুঙ্গিপাড়ায় বাংলাদেশ সেনাবাহিনীর ৫৫ পদাতিক ডিভিশনের পক্ষ থেকে এ খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।

এসময় ৫৫ পদাতিক ডিভিশনের ক্যাপ্টেন শাহাদাত হোসেন ও ক্যাপ্টেন মেহেদী হাসানসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

খাদ্য সহায়তা পেয়ে নাজমা বেগম নামের এক নারী বলেন, ‘করোনার এ দুঃসময় ঘরে খাবার ছিল না। এ সময়ে সেনাবাহিনীর দেয়া এ খাদ্যসামগ্রী পেয়ে আমার উপকার হয়েছে।’