চাঁদপুরের হাজীগঞ্জে আওয়ামীলীগের সভাপতির জয়

হাজীগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে আনারস প্রতীক নিয়ে আলহাজ্ব মো. হেলাল উদ্দিন মিয়াজী নির্বাচিত হয়েছেন। তার প্রাপ্ত ভোট ২৬ হাজার ৫শ ৮৮। নিকটতম দোয়াত কলম প্রতীকের প্রার্থী হাজী মো. জসিম উদ্দিন পেয়েছেন ২৫ হাজার ৭০ ভোট।

বেসরকারিভাবে মঙ্গলবার ফলাফল ঘোষণা করেন হাজীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা তাপস শীল।

এছাড়া চেয়ারম্যান পদ প্রার্থী বিএনপি বহিস্কৃত আবু সুফিয়ান পেয়েছেন ১ হাজার ৩০ ভোট।

এদিকে মহিলা ভাইস চেয়ারম্যান পদে বিএনপির বহিস্কৃত প্রার্থী প্রজাপতি প্রতীকে পেয়েছেন ২৮ হাজার ৮৪ ভোট। তার নিকটতম প্রার্থী ফুটবল প্রতীকে রুবি আক্তার পেয়েছেন ২৪ হাজার ১শ ৯৯ ভোট।

অপরদিকে ভাইস চেয়ারম্যান পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় মো. কামরুজ্জামান সুমন নির্বাচিত হন।

ফলাফল পেয়ে নবাগত উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মো. হেলাল উদ্দিন মিয়াজী বলেন, এ বিজয় জনগণের। সংসদ সদস্য মেজর অবসরপ্রাপ্ত রফিকুল ইসলাম বীরউত্তমসহ নির্বাচনী সংশ্লিষ্ট কর্মকর্তা এবং জনগণের প্রতি কৃতজ্ঞ।