জাকের কালো বলে বোর্ড তাকে মূল্যয়ন করে না: কোচ সালাউদ্দিন

শ্রীলঙ্কার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের স্কোয়াড দেখে হতাশ প্রকাশ করেছেন কুমিল্লা ভিক্টোরিয়ান্স কোচ মোহাম্মদ সালাউদ্দিন। স্কোয়াডে দুই মিডল অর্ডার ব্যাটার রেখে ওপেনারদের আধিক্য দেওয়া হয়েছে। চলমান বিপিএলে দুর্দান্ত ছন্দে থাকা জাকের আলি অনিকের সুযোগ না পাওয়ায় নির্বাচকদের সমালোচনা করেছেন কুমিল্লার কোচ।

বুধবার (১৫ ফেব্রুয়ারি) চট্টগ্রামে খুলনা টাইগার্সকে ৭ উইকেটে হারিয়েছে কুমিল্লা। দলের জয়ের পর সংবাদ সম্মেলনে আসেন সালাউদ্দিন। এক প্রশ্নের জবাবে নিজ থেকে জাকেরে প্রসঙ্গ টেনে তিনি বলেন, ‘জাকেরের কথাটা সবসময় আপনারা হয়ত ভুলে যান কেউ জিজ্ঞেস করেন না। ছেলেটা একটু কালো যে কারণে আমার মনে হয় বোর্ডও তাকে দেখে না ঠিকমত। দেশের জন্য আপনারা সাত নাম্বারে প্লেয়ার খোঁজেন। সে গত কয়েক বছরে খুবই ভালো খেলছে। তার স্ট্রাইক রেট যদি দেখেন সে প্রতিটা দিনই আমাদের গুরুত্বপূর্ণ মুহূর্তে রানটা করে দিয়ে আসে। সে অনেক সেন্সিবল। আমার মনে হয় এই ছেলেটাকে সুযোগ দেওয়া উচিত।’

সালাউদ্দিন আরও বলেন, ‘আমার মনে হয় এই পজিশনের জন্য সে বাংলাদেশে ওয়ান অব দ্যা বেস্ট। মাহমুদউল্লাহ রিয়াদের পরে আমার কাছে মনে হয় এই ছেলেটা বেস্ট। প্রতিদিন সে আমাদের দলকে বাঁচায়ে নিয়ে আসতেছে। সে যথেষ্ট সেন্সিবল। পেসও ভালো খেলে, স্পিনও ভালো খেলে। চারিদিকে মারতে পারে। তার রেকর্ডও ভালো।’