ঝিনাইদহের মহেশপুরে অবৈধভাবে সীমান্ত পারপারের সময় ৬ জন আটক

ঝিনাইদহের মহেশপুর সীমান্তে বিনা পাসপোর্টে অবৈধভাবে সীমান্ত পারপারের সময় নারীসহ ৬ জনকে আটক করেছে বিজিবি।

আটকৃতরা সবাই বাংলাদেশের নাগরিক। আটকৃতরা হলেন- যশোর অভয়নগরের আলাউদ্দিন মোল্লা (২২), নড়াইল কালিয়ার শামীমা আক্তার (১৬), খুলনা রূপসার সাগর হাওলাদার (২৮), বাগেরহাট মোড়লগঞ্জের জামাল খান (৫৬), হাসিব হোসেন হাওলাদার (২৬), পিরোজপুর মঠবাড়ীয়ার জাকির হোসেন (৩৬)।

এব্যপারে ৫৮ বিজিবির অতিরিক্ত পরিচালক তসলিম মোঃ তারেক জানান, আটককৃতরা প্রত্যেকেই বাংলাদেশী নাগরিক। গোপন সংবাদের ভিত্তিতে বুধবার (২৬ অক্টোবর) ভোরে বিজিরি টহল দল মহেশপুর থানার লেবুতলা মোড়ে ইটের রাস্তার উপর বট গাছের নিচ থেকে তাদের আটক করে।

তিনি আরো জানান, আটককৃত বাংলাদেশী নাগরিকদেরকে অবৈধভাবে সীমান্ত পারাপারের চেষ্টার অপরাধে পাসপোর্ট অধ্যাদেশ ১৯৭৩ এর ১১ (১) (গ) ধারায় ঝিনাইদহ জেলার মহেশপুর থানায় মামলা দায়ের ও সোপর্দ করা হয়েছে।