দিনাজপুরে উদ্যোক্তাদের মহাউৎসবের উদ্বোধন

চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হওয়া প্রধানমন্ত্রীর এই প্রত্যয় কে সামনে রেখে মুজিব শতবর্ষ ও মহান বিজয় দিবস উপলক্ষে দিনাজপুরে উদ্যোক্তাদের তিন দিনব্যাপী মহা উৎসবের উদ্বোধন করা হয়েছে।

দিনাজপুর ইনস্টিটিউট প্রাঙ্গণে দিনাজপুরের উদ্যোক্তা বর্গ আয়োজিত এই উৎসবের উদ্বোধন করেন দিনাজপুর সদর উপজেলা নির্বাহি কর্মকর্তা মুর্তজা আল মুহিত।

উদ্যোক্তাদের এডমিন শম্পা দাস এর সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সুজন সরকার, দিনাজপুর প্রেসক্লাবের সভাপতি সৌরভ বক্সী বাচ্চু , কতোয়ালী থানার অফিসার ইনচার্জ মোঃ মোজাফফর হোসেন, বিশিষ্ট ব্যবসায়ী শহিদুর রহমান পাটোয়ারী, দৈনিক করতোয়া জেলা প্রতিনিধি শাহরিয়ার হিরু, চ্যানেল এস জেলা প্রতিনিধি নাজমুল ইসলাম নয়ন প্রমুখ।

মহোৎসবে ৪৫টি স্টল রয়েছে।

এই সংগঠনের উদ্যোক্তারা কেক, নানা ধরনের খাদ্য, কাপড়, হাতে বানানো সেমাই, সিদল, মধু, মাশরুম, হাতের তৈরি গহনা, বুটিকসহ নানা ধরনের পণ্য তৈরি করে জনগণের কাছে তুলে ধরছে।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মডারেটর হুমায়ুন কবির প্রধান।