নির্বাচনী দায়িত্ব পালনে অস্থায়ী ক্যাম্পে যাচ্ছে সেনাবাহিনী

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে দায়িত্ব পালনের জন্য সারাদেশের অস্থায়ী ক্যাম্পগুলোতে পৌঁছাতে শুরু করেছে সেনাবাহিনী।

সোমবার থেকে স্ট্রাইকিং ফোর্স হিসেবে সেনাবাহিনী মোতায়েন করবে নির্বাচন কমিশন (ইসি)।

এর আগে ২৪ ডিসেম্বর থেকে ১ জানুয়ারি পর্যন্ত মোট ৯ দিন স্ট্রাইকিং ফোর্স হিসেবে সেনাবাহিনী মোতায়েনের সিদ্ধান্ত নেয় ইসি।

ইসি সূত্র জানায়, ‘ইন এইড টু সিভিল পাওয়ার’ এর আওতায় সেনাবাহিনী মোতায়েন করা হচ্ছে। তারা স্ট্রাইকিং ফোর্স হিসেবে কাজ করবে।

এর আগে ২০১৪ সালের ৫ জানুয়ারি নির্বাচনেও তাদেরকে একইভাবে মোতায়েন করেছিল ইসি। যদিও ২০০৮ সালে নবম সংসদ নির্বাচনে নিয়মিত আইনশৃঙ্খলা বাহিনী হিসেবে সেনা মোতায়েন করা হয়েছিল।

ওই সময়ে গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২ (আরপিও) তে আইনশৃঙ্খলা বাহিনীর সংজ্ঞায় সশস্ত্র বাহিনী অন্তর্ভূক্ত ছিল। পরে তা বাতিল করা হয়।

নাটোরে ৪১৭ জন সেনানদস্য মোতায়েন
নির্বাচন উপলক্ষ্যে নাটোরে ৪১৭ জন সেনা সদস্য অবস্থান নিয়েছে। তারা নাটোর টেক্সটাইল ইনস্টিটিউটে অবস্থান করছেন।

নাটোরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সাইদুজ্জামান জানান: নাটোরে ৪১৭ জন সেনা সদস্য অবস্থান নিয়েছেন। নির্বাচনে শান্তি শৃংখলা বজায় রাখতে আগামিকাল সোমবার থেকে নাটোরের ৪টি নির্বাচনী এলাকায় সেনা সদস্যরা টহল দেবে।