নেত্রকোণার মদনে দুস্থদের চাল বিতরণে অনিয়ম

নেত্রকোণা মদন উপজেলার মাঘান ইউনিয়নে ভি জি ডি চাল বিতরণে উপস্থিত নেই ট্যাগ অফিসার। তাঁর অনুপস্থিতিতে নেই চেয়ারম্যান বা ইউপি সচিব। এমনকি নেই কোনো ইউপি সদস্যও। চাল বিতরণ করছেন গ্রাম আদালত সহকারী।

মাঘান ইউনিয়নে চাল বিতরণ নিয়ে অতীতে বিভিন্ন আলোচনা-সমালোচনা থাকায় বৃহস্পতিবার (৪ জানুয়ারী) সকাল ১১টায় সরজমিনে গিয়ে দেখা যায়, ইউনিয়ন পরিষদে দুস্থদের চাল বিতরণ করছেন, গ্রাম আদালত সহকারী মাসুদ মিয়া।

প্রশ্নের জবাবে মাসুদ মিয়া জানান, ট্যাগ অফিসার কে আমি জানি না। চেয়ারম্যান সাহেব চাল ভিতর উদ্বোধন করে গিয়েছেন। ইউপি সচিব অসুস্থ তাই আমি চাল বিতরণ করছি।

ইউপি চেয়ারম্যান জহিরুল ইসলাম মাসুদ জানান, নির্বাচনের কাজে আমি চাল বিতরণে যেতে পারিনি। সচিবকে দায়িত্ব দিয়েছিলাম ভি জি ডি চাল বিতরণ জন্য। বিষয়টি আমি দেখছি।

সকাল ১১টা থেকে বিকাল ৩টা পর্যন্ত চাল বিতরণে ইউপি সচিব হিরন মিয়াকে না পেয়ে, তার মোবাইল ফোনে কল দিলে তিনি জানান, আমি আশেপাশে আছি ২ মিনিট অপেক্ষা করলে আমায় পাবেন।

চাল গ্রহণকারী সকলেই এক বাক্যে বলেন, চেয়ারম্যান, মেম্বার, সচিব কাউকে সকাল থেকে দেখিনি। কোনো অফিসারও দেখিনি। শুধু আপনাদের দেখছি।

এ বিষয়ে ট্যাগ অফিসার হুমায়ুন কবির জানান, আমি মদন নতুন কর্মস্থলে যোগদান করেছি, চাল বিতরণে বিষয় আমি অবগত নই।

মহিলা বিষয়ক কর্মকর্তা রোমানা রহমান জানান, চাল বিতরণে কেনো এমন হলো, তা আমি দেখছি।