নেত্রকোনার মদনে ফসলী জমিতে মাটি কাটায় জরিমানা

নেত্রকোনা মদনে ফসলী জমি হতে মাটি কেটে বিক্রি করার অভিযোগে ৩০ জানুয়ারী ( সোমবার) সকালে উপজেলার কাইটাইল ইউনিয়নের কেশজানী গ্রামের মৃত ইদ্রিস মিয়ার ছেলে মোঃ আজিজুল হক কাসেম তার ফসলী ক্ষেত হতে মাটি
কেটে বিক্রি করার অভিযোগ উঠেছে।

স্থানীয় কয়েকজন কৃষক বলেন, বেশ কিছু দিন ধরে আজিজুল হক কাসেম এর নেতৃত্বে চার-পাঁচ জন শ্রমিক প্রতিনিয়ত লড়ী গাড়ী দিয়ে বিভিন্ন এলাকায় মাটি বিক্রি করছে।

অভিযোক্ত আজিজুল হক কাসেম জানান, আমি আমার নিজ জমি হতে মাটি কেটে উচু জমি ফসল করার জন্য তৈরী করছি, কে বা কাহারা উপজেলা ভূমি সহকারী কমিশনারকে জানালে, তিনি এসে আমার নিকট হতে ৫০ হাজার টাকা জরিমানা নেয়।

জরিমানা বিষয়ে উপজেলা সহকারী কমিশনার ( ভূমি) মোঃ শাহানূর রহমান জানান, বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর ১৫ ধারা অনুযায়ী ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।