বেনাপোল-শার্শা সীমান্তে ১বছরে ১৮ কোটি টাকার অস্ত্র-মাদক উদ্ধার

যশোরের বেনাপোল-শার্শা সীমান্ত থেকে গত এক বছরে প্রায় ১৮ কোটি টাকার চোরাচালানি পণ্য ও মাদকদ্রব্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা।

এ সময় আটক করা হয় ২০১ জন চোরাচালানিকে।

শনিবার বেনাপোল সদর কোম্পানি ক্যাম্পে এক সংবাদ সম্মেলনে বিজিবির গত এক বছরের সাফল্যের কথা তুলে ধরেন যশোর ৪৯ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল সেলিম রেজা।

তিনি বলেন, গত এক বছরে ১৩টি পিস্তল, ২৪টি ম্যাগাজিন, ৫৮টি গুলি, ২৫.৪১ কেজি স্বর্ণের বার, ২০ হাজার ৮২৭ বোতল ভারতীয় ফেনসিডিল, ৫৪৭ কেজি গাঁজা, ৪০৬ বোতল মদ, ৫৬৭ পিস ইয়াবা ও ৪০ গ্রাম হেরোইন উদ্ধারসহ ২০১ জনকে আটক করে বিজিবি।
এ সময় ১৭ কোটি ৭৫ লাখ ৪০ হাজার ৫০০ টাকার মালামাল আটক করা হয়।

অধিনায়ক লে. কর্নেল সেলিম রেজা বলেন, দীর্ঘদিন ধরে সীমান্তের কতিপয় মাদক ও অস্ত্র ব্যবসায়ী বিভিন্ন কৌশলে ভারত থেকে মাদক এবং অস্ত্র এনে দেশের বিভিন্ন এলাকায় নিয়ে বিক্রি করছে। সেই সঙ্গে স্বর্ণ ও হুন্ডির চালান পাচার করছে। এমন সংবাদের ভিত্তিতে এ ধরনের মাদক, অস্ত্র, স্বর্ণ ও হুন্ডি পাচারকারীদের চিহ্নিত করে সীমান্ত এলাকায় গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি করা হয়। যার ধারাবাহিকতায় চোরাচালানি, অস্ত্র ও মাদকদ্রব্য আটক করা সম্ভব হয়।