ভারতে ২০২১ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ অনিশ্চিত!

ক্রিকেটের সবচেয়ে প্রভাবশালী দেশ ভারতের মাটিতে অনিশ্চয়তার মুখে পড়েছে ২০২১ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজন। ক’দিন আগে আইসিসি কড়া ভাষায় চিঠি দিয়ে বিসিসিআইকে জানিয়েছে কর মওকুফ না করলে টি-টোয়েন্টি বিশ্বকাপ সরিয়ে নেওয়া হবে।

এমন জটিলতায় বৃহস্পতিবার (২৪ ডিসেম্বর) আহমেদাবাদে বসে ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সাধারণ বার্ষিক সভা। কিন্তু সে সভা থেকে টি টোয়েন্টি বিশ্বকাপের ভেন্যু সংক্রান্ত বিষয়ে আসেনি কোনো সুনির্দিষ্ট সিদ্ধান্ত।

প্রায় দেড় বছর আগে আইসিসির প্রধান নির্বাহী ডেভিড রিচাডর্সন হুঁশিয়ারি দিয়ে বলেছিলেন, ‘কর মওকুফ না করলে ২০২১ ও ২০২৩ বিশ্বকাপ ভারত থেকে সরিয়ে নেবে আইসিসি। আশা করছি বিসিসিআই এ ব্যাপারে দ্রুত একটা ইতিবাচক সিদ্ধান্ত নেবে।’

এবার আরও ক্ষুব্ধ আইসিসি। বিসিসিআইকে আনুষ্ঠানিকভাবে চিঠি দিয়ে জানানো হয়েছে, ২০২১ টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারত সরকার কর মওকুফ না করলে ১০০ মিলিয়ন ডলার ক্ষতির মুখে পড়বে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রণ সংস্থা। তাই এবার বিসিসিআই আগে থেকে কর মওকুফের নিশ্চয়তা না দিলে ২০২১ টি-টোয়েন্টি বিশ্বকাপ ভারত থেকে সরিয়ে দুবাই নেওয়া হবে।

ক্রিকেট খেলুড়ে দেশগুলোর মধ্যে সবচেয়ে প্রভাবশালী ক্রিকেট বোর্ড বিসিসিআই। আইসিসির আয়ের প্রধান উৎস হলো ভারতীয় ক্রিকেট বোর্ড। স্বাভাবিকভাবেই তাদের সঙ্গে আইসিসির সখ্যতা বেশি। কিন্তু, সম্পর্কের ফাটল ধরে ২০১৬ টি টোয়েন্টি বিশ্বকাপে। সে সময় ভারত সরকার ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসির কাছ থেকে ৩০ মিলিয়ন ডলার কর আদায় করে। যদিও, আসরের আগে বিসিসিআই আইসিসিকে আস্বস্ত করেছিল কর মওকুফ করা হবে। কিন্তু, শেষ পর্যন্ত কথা রাখেনি বিসিসিআই।

তাই আহমেদাবাদের বার্ষিক সাধারণ সভায় সবচেয়ে আলোচিত ইস্যু হয়ে দাঁড়ায় ভারতে বিশ্বকাপ আয়োজনের বিষয়টি। কিন্তু শেষ পর্যন্ত আসেনি সুনির্দিষ্ট দিক নির্দেশনা। তাই আগামী বছরের টি টোয়েন্টি বিশ্বকাপ আয়োজন নিয়ে সংশয় থেকেই যাচ্ছে।