ভোগান্তির আরেক নাম সাতক্ষীরার কলারোয়ার বালিয়াডাঙ্গা বাজারের রাস্তা

কলারোয়ার বালিয়াডাঙ্গা বাজারের রাস্তাটি নিয়ে দীর্ঘদিন ধরে চরম দূর্ভোগে আছেন এলাকাবাসি।

স্থানীয়রা জানিয়েছেন, উপজেলার কেঁড়াগাছি ইউনিয়নের প্রাণ কেন্দ্র এই বালিয়াডাঙ্গা বাজার। প্রতিদিন হাজার হাজার মানুষের চলাচল এই রাস্তায়। বাজারের পূর্ব প্রান্তে তিনটি শিক্ষা প্রতিষ্ঠান। এছাড়াও ব‍্যাংক, এনজিওসহ বিভিন্ন ব‍্যবসা প্রতিষ্ঠান গড়ে উঠেছে এই বাজারে। কিন্তু চলাচলের একমাত্র সড়কটির বেহালদশা।

ভুক্তভোগিরা জানান, পাকা রাস্তার পিচের কোন দেখা নেই। ছোট-বড় গর্তের সৃষ্টি হয়েছে। এবড়ো থেবড়ো অবস্থা। একটু বৃষ্টি বা পানি পড়লেই সৃষ্টি হয় কর্দমক্ত কাচা রাস্তা। রাস্তাটির এমন অবস্থা যে, কোন যানবাহনে চড়ে যাওয়ার উপায় নেই। ভোগান্তির আরেক নাম কলারোয়ার বালিয়াডাঙ্গা বাজারের এই রাস্তা।

রাস্তাটি দিয়ে সোনাবাড়িয়া ও কেঁড়াগাছি ইউনিয়নের মানুষেরা যাতায়াত করে থাকেন। এর পাশাপাশি পার্শ্ববর্তী সাতক্ষীরা সদর উপজেলার বাশদহা ও কুশখালী ইউনিয়নেও যাতায়াতের অন্যতম রাস্তা এটি। রাস্তার বেহাল দশায় নিয়মিত যাতায়াতকারীদের পোহাতে হচ্ছে চরম ভোগান্তি।

বিভিন্ন সময় প্রতিশ্রুতি পেলেও দীর্ঘদিন রাস্তাটি মেরামত হয়নি এমনটি অভিযোগ পথচারীদের।

স্কুল, কলেজ, মাদ্রাসার ছাত্র-ছাত্রী, ব‍্যবসায়ীসহ বিভিন্ন পেশার মানুষের নিত‍্য চলাকালে ভোগান্তিতে পড়তে হচ্ছে।

রাস্তাটি দ্রুত সংস্কারের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করেছেন এলাকাবাসি।