ভোটের মাঠে মির্জা ফখরুলের স্ত্রী

স্বামীর জন্য ভোটের মাঠে নেমেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের স্ত্রী রাহাত আরা বেগম। ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে ধানের শীষ প্রতীকে ভোট চাইছেন তিনি।

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঠাকুরগাঁও-১ আসন ও বগুড়া-৬ আসনে লড়ছেন।

বৃহস্পতিবার (২০ ডিসেম্বর) সকালে ঠাকুরগাঁও সদর উপজেলার আখানগর ইউনিয়নের চতুরাখর, পাঠানপাড়া, ভেলাহাট, গুঞ্জুরা বাজার, দেবীডাঙ্গা, কালিবাড়ি এলাকায় ধানের শীষের পক্ষে গণসংযোগ ও উঠান বৈঠকে অংশ নেন রাহাত আরা বেগম। বিকালে সদর উপজেলার রুহিয়া ইউনিয়নের কানি কশালগাঁও, মণ্ডলাধাম, ১, ২ ও ৩ নং সেনিহারি এলাকায় গণসংযোগ ও উঠান বৈঠক করেন তিনি।

গণসংযোগকালে গণতন্ত্র পুনরুদ্ধারে ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা করেন রাহাত আরা বেগম। এ সময় তার সঙ্গে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও জেলা বিএনপির সহ-সভাপতি সামসুজ্জোহা চৌধুরী ডন, সৈয়দ মমিনুল হক বাবু, যুগ্ম সাধারণ সম্পাদক আনসারুল হক, তাঁতী বিষয়ক সম্পাদক খায়রুল ইসলাম রোমান, জেলা মহিলা দলের সভানেত্রী ফরাতুন নাহার প্যারিসসহ অন্য নেতা-কর্মীরা।

ঠাকুরগাঁও-১ আসনে মির্জা ফখরুলের ইসলাম আলমগীরের প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য রমেশ চন্দ্র সেন।