মদনে লাথির আঘাতে জেলের মৃত্যু

প্রতিনিধি মদন (নেত্রকোনা) : নেত্রকোনার মদনে লাথির আঘাতে স্বপন (৩৫) নামের এক জেলের মৃত্যু হয়েছে। বুধবার উপজেলার কাইটাইল ইউনিয়নে শিবাশ্রম গ্রামে সকালে এ ঘটনা ঘটে। নিহত স্বপন মিয়া উপজেলার কাইটাইল ইউনিয়নে শিবাশ্রম গ্রামের রহিছ উদ্দিনের ছেলে। মদন হাসপাতালের মেডিকেল অফিসার নাফিজ ইমতিয়াজ ও আনোয়ার হোসেন মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত স্বপনের ছোট ভাই শিপন জানান, আমার ভাই স্বপনের সাথে একই গ্রামের আবেদ মিয়ার ছেলে রাসেল মিয়ার রাতে আলো দিয়ে মাছ ধরা নিয়ে তর্কবিতর্ক হয়। এরই জের ধরে রাসেল আমার ভাইকে বুকে লাথি মারলে তার মৃত্যু হয়।

প্রত্যক্ষদর্শী মুদি ব্যবসায়ী লুৎফুর রহমান বলেন, সকালে আমার দোকানের পাশে স্বপন ও রাসেলের মাঝে মাছ ধরা নিয়ে তর্কবিতর্ক হয়। পরে তাদের দুজনের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। ঘটনার প্রায় ১৫ মিনিট পর স্বপন নিজ ঘরে প্রবেশ করার সময় মাটিতে লুটিয়ে পড়লে তাকে মদন হাসপাতালে নিয়ে আসা হয়। হাসপাতালে নিয়ে আসার পথে তার মৃত্যু হয়েছে।

সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যান সাফায়েত উল্লাহ রয়েল জানান, আমি যতটুকু শুনেছি স্বপন মিয়া স্ট্রোকে মৃত্যু হয়েছে।

ওসি মোঃ শওকত আলী বলেন, হালকা একটু মারামারির ঘটনা ঘটেছে, তবে এক পক্ষ বলছে লাথির আঘাতে আর এক পক্ষ বলছে স্ট্রোকে মৃত্যু হয়েছে। তাই লাশটি ময়না তদন্তের জন্য নেত্রকোনা মর্গে পাঠানো হচ্ছে।