ময়মনসিংহের তারাকান্দায় ৫ ডায়াগনস্টিক সেন্টারে সিলগালা

ময়মনসিংহের তারাকান্দায় পাঁচ ডায়াগনোস্টিক সেন্টার সিলগালা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

জানাযায়, বুধবার (৩১ আগস্ট) তারাকান্দা উপজেলা সহকারী কমিশনার (ভূমি)ও এক্সকিউটিভ ম্যাজিস্ট্রেট জিন্নাত শহিদ পিংকি ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সময় ওই সকল প্রতিষ্ঠানে নিবন্ধনহীন ও বৈধ কাগজপত্র না থাকার কারণে ডায়াগনস্টিক সেন্টাগুলোকে সিলগালা করা করে দেন।

ডায়াগনস্টিক সেন্টার গুলি যাথাক্রমে- রোগ নিরাময় ডায়াগনস্টিক সেন্টার,বন্ধন ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টার, তারাকান্দা চক্ষু সেবা কেন্দ্র, সুস্বাস্থ্য ডায়াগনস্টিক সেন্টার, পপুলার ডায়াগনস্টিক সেন্টার।

এসময় ভ্রাম্যমাণ আদালতে উপস্থিত ছিলেন, উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা ডাঃ ফরায়জী মোঃ মাহবুবুল আলম, আর.এম.ও দিবাকর ভাট, মেডিকেল অফিসার ডা. মোঃ ফরিদুল হাসান, ডা. কামরুল ইসলাম কুসুম, ডা. তানজিলুল হাকিম নিলয় ও ডা. রিফাত শাহরিয়ার। এছাড়াও উপস্থিত ছিলেন, তারাকান্দা থানার এস.আই মোঃ হাদিস উদ্দিন ও উপজেলা সমাজসেবা অফিসার রুবেল মন্ডল প্রমুখ।