যশোরের শার্শা সীমান্তে ১২টি স্বর্ণেরবার জব্দ

যশোরের শার্শা সীমান্তের ইছামতি নদীর পাড় থেকে ১ কেজি ৪০২ গ্রাম ওজনের ১২টি স্বর্ণেরবার জব্দ করেছেন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। তবে কাউকে আটক করা সম্ভব হয়নি।

শুক্রবার (৫ মে) সন্ধ্যায় শার্শা উপজেলার গোগা সীমান্তের ইছামতী নদীর পাড় থেকে এসব স্বর্ণের বারগুলো জব্দ করা হয়।

খুলনা বিজিবি-২১ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তানভীর রহমান জানান, গোপন তথ্যের ভিত্তিতে জানতে পারি যে ভারতে পাচারের উদ্দেশ্যে গোগা সীমান্তের ইছামতী নদীর পাড়ে বিপুল পরিমাণ স্বর্ণের চালান নিয়ে অবস্থান করছে এক ব্যক্তি।

এমন খবরের ভিত্তিতে সেখানে অভিযান পরিচালনা করে ইছামতী নদীর পাড়ে ব্যাগ হাতে সন্দেহভাজন এক ব্যক্তিকে দেখা যায়। এ সময় ওই ব্যক্তিকে ডাক দিলে তার হাতে থাকা একটি ব্যাগ ফেলে তিনি ভারত সীমান্তে পালিয়ে যান।

পরে সেখান থেকে ব্যাগটি তল্লাশি করলে তার মধ্যে থেকে কাপড়ে মোড়ানো ১ কেজি ৪০২ গ্রাম ওজনের ১২টি স্বর্ণের বার জব্দ করা হয়। যার আনুমানিক বাজার মূল্য ১ কোটি ২০ লাখ টাকা বলেও জানান তিনি।