সাতক্ষীরার কালিগঞ্জে ডিজিটাল উদ্ভাবনী মেলা উপলক্ষে উপজেলা প্রশাসনের প্রস্তুতি সভা

সাতক্ষীরার কালিগঞ্জে ডিজিটাল উদ্ভাবনী মেলা উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৭ নভেম্বর) বেলা ১১ টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা নির্বাহী কর্মকর্তার সম্মেলন কক্ষে এ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা রহিমা সুলতানা (বুশরা) এর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার( ভূমি) রোকনুজ্জামান বাপ্পি, থানা অফিসার ইনচার্জ হালিমুর রহমান বাবু, উপজেলা প্রযুক্তি কর্মকর্তা হেমন্তনাথ মন্ডল, উপজেলা শিক্ষা অফিসার মুস্তাফিজুর রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার মুহাম্মদ সাইফুল ইসলাম, শ্রীখলা আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাশিদুজ্জামান, উপজেলা নির্বাচন অফিসার অনুজ গায়েন, উপজেলা ব্যান বাইস অফিসার নাসিম শাহাদাত, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা অন্যা চক্রবর্তী ,একটি বাড়ি একটি খামার সঞ্চয় ব্যাংকের ম্যানেজার আলমগীর হোসেন প্রমূখ।

আগামী ৯ নভেম্বর সকাল ৯ টা থেকে উপজেলা পরিষদ প্রাঙ্গনে ডিজিটাল উদ্ভাবনী মেলা অনুষ্ঠিত হবে। বর্তমান সরকারের আমলে ডিজিটাল বাংলাদেশের সেবামূলক কার্যক্রম সকলের কাছে পৌঁছে দেওয়ার জন্য এই ডিজিটাল উদ্ভাবনী মেলা অনুষ্ঠত হবে।

মেলায় ৪টি ক্যাটাগরিতে প্রায় ২৫ টি স্টল থাকবে। সরকারের ভূমি সেবা, তথ্য সেবা, আয়কর রিটার্ন দাখিল, থানায় ডিজিটাল অনলাইনে সাধারণ ডায়েরি চাকরি সহ সকল অফিস আদালতে তথ্যপ্রযুক্তির আবাদ ব্যবহার এবং সরকারি বিভিন্ন সেবামূলক কার্যক্রমে ডিজিটাল ব্যবহারের সার্বিক বিষয়ে মেলায় তুলে ধরা হবে।

এছাড়া স্থানীয় স্কুল, কলেজ, মাদ্রাসা ও ব্যক্তি উদ্যোগে উদ্ভাবনী বিষয়গুলি মেলায় স্থান পাবে।
মেলা উপলক্ষে বিভিন্ন প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।

এসময় সরকারি বিভিন্ন দপ্তরে কর্মকর্তা এনজিও সাংবাদিক শিক্ষক উপস্থিত ছিলেন।