সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ১২ লক্ষ টাকার অবৈধ চায়না দুয়ারী জাল আটক

সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলা প্রশাসন অভিযান চালিয়ে ৩ শতাধিক অবৈধ চায়না দুয়ারী জাল আটক করেছে।
সোমবার (২৭ জুন) সকালে উল্লাপাড়ার লাহিড়ী মোহনপুর বাজারে উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. বায়োজিদ আলম এ অভিযান পরিচালনা করেন।

এসময় তাকে সহযোগিতা করেন উল্লাপাড়া মডেল থানার আইন শৃঙ্খলাবাহিনী। অভিযানে আটককৃত ১২ লক্ষ টাকার অবৈধ চায়না জাল উপজেলা চত্বরে এনে আগুনে পুড়িয়ে তা বিনষ্ট করা হয়।

উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. বায়োজিদ আলম জানান, সোমবার সকালে উপজেলার লাহিড়ী মোহনপুর বাজারে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। এ সময় বাজারের ব্যবসায়ী অজয়, মহাদেব ও সামিউল হোসেনের দোকানে অবৈধ ৩ শতাধিক চায়না দুয়ারী জাল আটক করে তা জব্দ করা হয়। উপজেলা নির্বাহী অফিসারের নির্দেশে জব্দকৃত জাল উপজেলা চত্বরে এনে পুড়িয়ে বিনষ্ট করা হয়। যার আনুমানিক বাজার মুল্য প্রায় ১২ লাখ টাকা।

তিনি আরো জানান, দেশীয় প্রজাতির মাছ রক্ষায় আগামীতে এ অভিযান অব্যাহত থাকবে।