সিলেটে কঠোর লকডাউনে যানবাহন আটক ও জরিমানা আদায়

সিলেট শহরে লকডাউনে অহেতুক চলাফেরা করার অপরাধে ২২৩ টি যানবাহন আটক করা হয়েছে। সিলেট নগরীতে ব্যাপক তৎপরতা চালিয়ে প্রশান রোববার ও সোমবার পর্যন্ত অসংখ্য গাড়ি আটক করাছে। তার মধ্যে বেশি আটক করা হয়েছে প্রাইভেট কার, মোটর সাইকেল ও সিএনজি অটোরিক্সা।

সিলেট মেট্রোপলিটন পুলিশ নগরীর ১৬টি চেকপোস্ট বসিয়ে চালানো হয়েছে তল্লাশী। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, জরুরী প্রয়োজন ছাড়া বাইরে বের হলে আইনশৃঙ্খলা বাহিনীর জিজ্ঞাসাবাদের মুখে পড়ার পাশাপাশি অনেককে জরিমানা করা হয়েছে। তবে, জরুরী পরিষেবায় নিয়োজিতরা পরিচয়পত্র দেখিয়ে প্রয়োজনীয়তার বিষয়টি আইনশৃঙ্খলা বাহিনীকে জানিয়ে গন্তব্যে বা কর্মস্থলে যেতে পেরেছেন।

সিলেট জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটের তত্ত্বাববধানে সিলেট মহানগরীসহ ১৩টি উপজেলায় ৩২টি মোবাইল টিম অভিযান পরিচালনা করেছে। ১৩৫টি মামলায় ১ লাখ ৭৬ হাজার ৩শ’ টাকা জরিমানা আদায় করা হয়েছে।

এদিকে, সর্বাত্মক লকডাউনের কঠোর লকডাউন অমান্য করে বাইরে আসার অভিযোগে সিলেট মেট্রোপলিটন পুলিশ ১২৬টি যানবাহনে মামলা ও ২২৩টি যানবাহন আটক করেছে।