সেনা মসজিদে এরশাদের জানাজায় মানুষের ঢল

সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের প্রথম নামাজে জানাজা সম্পন্ন হয়েছে। আহসান হাবিবের পরিচালনায় রোববার বাদ জোহর ঢাকা সেনানিবাস কেন্দ্রীয় মসজিদে তার প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হয়।

এর আগে দুপুর সাড়ে ১২টার পর রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে গোসল শেষ মরদেহ সেখান থেকে বের করা হয়।

জানাজা শেষে কাকরাইলে জাতীয় পার্টির অফিসে নেয়া হবে সর্বসাধারণ ও নেতাকর্মীদের শ্রদ্ধা জানানোর জন্য। তারপর সিএমএইচের হিমঘরে রাখা হবে। আগামীকাল সকাল সাড়ে ১০টায় সংসদ ভবনে দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হবে। বাদ আছর জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে তার তৃতীয় জানাজা শেষে মরদেহ সিএমএইচের হিমঘরে রাখা হবে।

১৬ জুলাই সকাল ১০টায় হেলিকপ্টার যোগে জাতীয় পার্টির চেয়ারম্যানের মরদেহ রংপুরে নেয়া হবে। রংপুরে জানাজা শেষে এরশাদকে সামরিক কবরস্থানে দাফন করা হবে।