ইরানে সরকার-বিরোধী বিক্ষোভের অপরাধে ১জনের ফাঁসি কার্যকর, ১০ জনের প্রাণদণ্ড!

ইরানে সরকার-বিরোধী বিক্ষোভের অপরাধে ১জনের ফাঁসি কার্যকর করেছে ও অপর ১০ জনের প্রাণদণ্ডের রায় দেওয়া হয়েছে।

সাম্প্রতিক সরকার-বিরোধী গোলযোগের জন্য দোষী সাব্যস্ত করে প্রথমবারের মতো একজন বিক্ষোভকারীর মৃত্যুদন্ড কার্যকর করার ঘোষণা করেছে।

রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, এক বিপ্লবী আদালতে’মোহারেবা’ বা ঈশ্বরদ্রোহিতার অভিযোগে দোষী সাব্যস্ত হওয়ার পর বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) সকালে মোহসেন শেকারিকে ফাঁসি দেওয়া হয়।

একজন ‘দাঙ্গাকারী’ হিসেবে তাকে অভিযুক্ত করে বলা হয়, গত সেপ্টেম্বর মাসে তিনি তেহরানের একটি প্রধান সড়ক অবরোধ করেছিলেন এবং আধাসামরিক বাহিনীর একজন সদস্যকে কাটারির আঘাতে আহত করেছিলেন।

একজন অধিকার কর্মী বলেছেন, আইনের কোন “যথাযথ প্রক্রিয়া ছাড়াই” লোক দেখানো বিচারে তাকে দোষী সাব্যস্ত করা হয়। সুত্রঃ বিবিসি।