শিবচরে সড়ক দুর্ঘটনায় বাসের হেলপার নিহত

মাদারীপুর প্রতিনিধি : মাদারীপুরের শিবচর উপজেলার হাজী শরিয়তউল্লাহ সেতুর টোলপ্লাজার কাজে একটি যাত্রীবাহী বাসের চাকা সড়কের পাশে বালুর মধ্যে পড়ে গিয়ে এতে ঘটনাস্থলেই বাসের হেলপার মো: মফিজ মোল্যা (১৮) নিহত হয়েছে। নিহত মফিজ ভাঙ্গা উপজেলার মধ্যপাড়া এলাকার বাসিন্দা জমির মোল্যার ছেলে।

সূত্র থেকে জানা যায়, আজ শনিবার দুপুর ১টা ৩০মিনিটের সময়ে একটি যাত্রীবাহী বাস ভাঙ্গা থেকে কাঁঠালবাড়ী দিকে যাওয়ার সময়ে শিবচরের ঢাকা-খুলনা মহাসড়কের হাজী শরিয়তউল্লাহ সেতুর টোলপ্লাজা কাজে আসলে বাসটির একটি চাকা সড়কের পাশে বালুর মধ্যে গেঁথে গিয়ে বাসটি উল্টে যায়, এ সময়ে বাসটির নিচে পড়ে ঘটনাস্থলেই বাসটির হেলপার মফিজের মৃত্যুবরন করেন। এ সময়ে গাড়িতে থাকা কিছু যাত্রী আহত হয়েছে। আহতদের উদ্ধার করে শিবচর স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে।

শিবচরের পুলিশের কর্মকর্তা বলেন, একটি যাত্রীবাহী বাস শিবচরের ঢাকা-খুলনা মহাসড়কের হাজী শরিয়তউল্লাহ সেতুর টোলপ্লাজা এলাকায় একটি যাত্রীবাহী বাসের চাকা সড়কের পাশে বালুর মধ্যে গেঁথে গিয়ে বাসটি উল্টে যায়, এ সময়ে বাসটির নিচে পড়ে ঘটনাস্থলেই হেলপার মফিজের মৃত্যু হয়।