শেখ করিমন হাফিজউদ্দিন উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা

মাদারীপুরে পাঁচখোলা এলাকার চরকালিকাপুর তাল্লুক শেখ করিমন হাফিজউদ্দিন উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে। রবিবার (১১ ফেব্রুয়ারি) দুপুরে বিদ্যালয়ের মিলনায়তনে এই বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক ও অত্র বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা জালালউদ্দিন আহমেদ ইয়ামিন।

বিদ্যালয় পরিচালনা কমিটির সহ সভাপতি খবির উদ্দিন হাওলাদারের সভাপতিত্বে ও সহকারী শিক্ষক মনজুর আলমের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ইরশাদ হোসেন উজ্জ্বল, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সিদ্দিকুর রহমান পারভেজ চৌধুরী, সাংগঠনিক সম্পাদক হিরু হাওলাদার, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক বায়েজিদ হাওলাদার, শিক্ষক-শিক্ষার্থী অভিভাবক সহ অন্যরা।

অনুষ্ঠানে দোয়া মোনাজাত করেন ইসলাম ধর্মীয় শিক্ষক শফিকুল ইসলাম।

এসময় বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: খলিলুর রহমান বলেন, ২০১৭ সালে বিদ্যালয় প্রতিষ্ঠার পর এসএসসি পরীক্ষায় সন্তোষজনক ফলাফল করছে শিক্ষার্থীরা। এর মধ্যে তিন বার ৯০ ভাগের বেশি পাস করেছে। এমনকি বৃত্তিও পেয়েছে। এর পিছনে অত্র বিদ্যালয়ের শিক্ষক অভিভাবক সকলেরই অবদান রয়েছে।

বিশেষ অবদান রয়েছে অত্র বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা জালালউদ্দিন আহমেদ ইয়ামিন। বর্তমানে আমাদের শিক্ষার্থী রয়েছেন ৩৫৮ জন। এ বছর এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করছে ৪৪ জন।

এছাড়াও বিদায় অনুষ্ঠান শেষ ওই বিদ্যালয় মাঠে ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে দুই শতাধিক পরিবারের শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়েছে।