কলাপাড়ায় আকস্মিক বজ্রপাতে ৩ কৃষকের স্বপ্নভঙ্গ

পটুয়াখালীর কলাপাড়ায় আকস্মিক বজ্রপাতে তিনটি গাভী গরুসহ একটি বলদ গরুর মৃত্যু হয়েছে।

শনিবার (১৭ জুন)সকাল সাড়ে নয়টার সময় উপজেলার লালুয়া ইউপির চান্দুপাড়া ও দশকানি গ্রামে এ ঘটনা ঘটে। বজ্রপাতের সময় গরুগুলো দড়িতে বাঁধা অবস্থায় মাঠে ঘাস খাচ্ছিল বলে জানান স্থানীয়রা।

লালুয়া ইউপি চেয়ারম্যান শওকত হোসেন তপন জানান, সকালে বৃষ্টির সাথে বজ্রপাত শুরু হয়। এসময় সোহেল তালুকদারের প্রায় দের লাখ টাকা মূল্যের দুইটি গাভীন গরু,সজিব হাওলাদারের ৮০ হাজার টাকার একটি বিদেশি জাতের গাভী এবং শাহাজুলের একটি ৮৫ হাজার টাকা মূল্যের বলদ গরু মারা যায়। এতে ক্ষতিগ্রস্ত কৃষকরা ব্যপক লোকশানের মুখে পড়েছে।

তিনি বলেন, শাহাজুলের বলদ গরুটি আগামী মঙ্গলবার কোরবানির হাটে বিক্রির কথা ছিল। এছাড়া দুই কৃষকের দুটি গরু গাভীন ছিল। যা কিছুদিন পরে বাছুর প্রসব করতো। কিন্তু এখন প্রাকৃতিকভাবে বজ্রপাতে এই কৃষকদের বড় ক্ষতির মুখে পড়তে হয়েছে।

কলাপাড়া উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো.হুমায়ুন কবির জানান, ক্ষতিগ্রস্তদের তালিকা তৈরি করে উপজেলা প্রশাসনের মাধ্যমে জেলায় পাঠানোর প্রস্তুতি চলছে। পরবর্তীতে জেলা প্রশাসনের আদেশ অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।