কিশোরগঞ্জে কটিয়াদি লাইসেন্স বিহীন ক্লিনিকে ভ্রাম্যমান আদালতের সিলগালা

স্বাস্থ্য অধিদপ্তরের অনুমোদন নেই। তবুও চলছে সিজারিয়ান অপারেশনসহ সকল প্রকার স্বাস্থ্য সেবা কার্যক্রম।

বুধবার ভ্রাম্যমান আদালত হাসপাতালটিকে সিলগালা করে দেয়। এ সময় হাসপাতাল কর্তৃপক্ষকে ১০ হাজার টাকা জরিমানা করে আদায় করা হয়।

জানাযায়, কিশোরগঞ্জের কটিয়াদী বাসস্ট্যান্ডে আল-নূর ল্যাব এ- হাসপাতাল কর্তৃপক্ষের অনুমোদন না নিয়েই বেশ কিছু দিন যাবত সিজারিয়ান অপারেশনসহ স্বাস্থ্য সেবা কার্যক্রম পরিচালনা করে আসছে। ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়ে হাসপাতালটি সীলগালা করে দেয়। এ সময় কর্তৃপক্ষকে ১০ হাজার টাকা জরিমানা করে তা আদায় করা হয়। অনুমোদন না হওয়া পর্যন্ত সকল প্রকার কার্যক্রম বন্ধ রাখার নিদের্শ দেন।

ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট খানজাদা শাহরিয়ার বিন মান্নান। এ সময় উপজেলা স্বাস্থ্য ও প:প: কর্মকর্তা ডা. তাজরিনা তৈয়ব, পৌর মেয়র শওকত উসমান উপস্থিত ছিলেন।

নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট বলেন, উপজেলার সর্বত্র নিয়মিত অভিযান চলবে এবং অনুমোদনহীন সকল প্রকার ল্যাব, ক্লিনিক, প্রা:হাসপাতালের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেয়া হবে।