কুড়িগ্রামে আলহাজ্ব করিমল হক ফাউন্ডেশনের উদ্যোগে অসহায় দুঃস্থদের মাঝে নগদ অর্থ ও ঈদ সামগ্রী বিতরণ

কুড়িগ্রামে আলহাজ্ব করিমল হক ফাউন্ডেশনের উদ্যোগে দুঃস্থ অসহায় মানুষের মাঝে প্রতি বছরের ন্যায় ঈদ সামগ্রী ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে।

(২১ এপ্রিল) শুক্রবার সকাল থেকে বিকাল পর্যন্ত কুড়িগ্রাম দাদা মোড় এবং শহরতলির জিগাবাড়ীঘাট মরহুম আলহাজ্ব করিমল হকের বাসভবনে ৭ শতাধিক মানুষের নগদ অর্থ, সেমাই, চিনি ও চাল বিতরণ করা হয়।

এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-কুড়িগ্রাম পৌর মেয়র কাজিউল ইসলাম।

অন্যান্যের উপস্থিত ছিলেন-আলহাজ্ব করিমল হক ফাউন্ডশনের প্রতিষ্ঠাতা সদস্য সিরাজুল ইসলাম, শহিদুল ইসলাম, মমিনুল ইসলাম, আমিনুল ইসলাম, লুৎফর রহমান ও মঞ্জুরুল ইসলাম রাজা।

উল্লেখ্য, ৬ জুন ২০২১ সালে ৮৮ বছর বয়সে কুড়িগ্রাম পৌর মেয়র কাজিউল ইসলামের পিতা আলহাজ্ব করিমল হক পৃথিবীতে চিরদিনের জন্য পরপারে চলে যান। পরে তার সন্তানরা ১৩ জুন “আলহাজ্ব করিমল হক ফাউন্ডশন” প্রতিষ্ঠার ঘোষণা দেন।

প্রতিষ্ঠাকাল থেকে উক্ত ফাউন্ডেশনটি গরীব শিক্ষার্থীদের ক্লাস প্রথম শ্রেণী থেকে মাস্টার্স পড়ালেখার খরচ, অসুস্থ রোগীকে চিকিৎসার ব্যয়ভার, কন্যা দায়গ্রস্ত পিতাকে সাহায্য দান, নগদ অর্থ এবং প্রতি বছ ঈদ উপলক্ষ্যে অসহায় ও দুস্থ মানুষের মকঝে সেমাই, চিনি, চাল, ও নগদ অর্থ বিতরণ করে আসছে।