খাগড়াছড়ি হয়ে সরাসরি সড়ক পথে যাওয়া সাজেকে নিয়ন্ত্রণ হারিয়ে মাইক্রোবাস খাদে পড়ে ৪পর্যটক আহত

খাগড়াছড়ি পার্বত্য জেলা হয়ে সরাসরি সড়ক পথে যাওয়া সাজেকে নিয়ন্ত্রণ হারিয়ে মাইক্রোবাস খাদে পড়ে ৪ পর্যটক আহত হয়েছে। রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক পর্যটন কেন্দ্রে বেড়াতে যাওয়ার পথে মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে পাহাড়ি খাদে পড়ে ৪জন পর্যটক আহত হয়েছে। আহতদের মধ্যে দুজনের অবস্থা আশংকা জনক বলে জানা গেছে।

বৃহস্পতিবার(৬ই জুলাই) ২টায় সাজেকের হাউজ পাড়ায় পাহাড় উঠার সময় নিয়ন্ত্রণ হারিয়ে পাহাড়ের ১০০ফুট গভীর খাদে পড়ে যায়। এতে মাইক্রোবাসের ৪আরোহী পর্যটক আহত হয়।

এদের মধ্যে দুইজন আশংকাজনক তারা হলেন, মো: শাহরিয়ার ইকবাল(৪২) পিতা. একেএম শহিদুল্লাহ, ৩৮মিরপুর রোড, ঢাকা—১২০৫। অন্যজন, মো: তাইছির আহমেদ পিতা. মৃত আব্দুল মান্নান গ্রাম. পাঠানপাড়া রোড, ফেনী।

সাজেক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মো: নুরুল আলম দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, পাহাড় উঠার সময় নিয়ন্ত্রণ হারিয়ে মাইক্রোবাস ব্যক্তিগত গাড়ি( নিশান ঢাকা মেট্রো, ঘ—১৫—৭২৫৩) উল্টে খাদে পড়ে যায়।

ঘটনার সংবাদ পেয়ে সেনাবাহিনী ও পুলিশের একটি দল তাদের উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দিয়ে খাগড়াছড়ির দীঘিনালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে।