খাগড়াছড়ির রামগড়ে বিজিবি—বিএসএফ প্রস্তুুুতি সভা অনুষ্ঠিত

খাগড়াছড়ি পার্বত্য জেলার রামগড় উপজেলায় বর্ডার গার্ড বাংলাদেশ—বিজিবি ও ভারতের বর্ডার সিকিউরিটি ফোর্স—বিএসএফ এর নোডাল অফিসার পর্যায়ে প্রস্তুুতি সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার(২৮শে আগষ্ট) বিকেলে খাগড়াছড়ির রামগড় পৌরসভার হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় বিজিবির পক্ষে চট্টগ্রাম দক্ষিন—পূর্ব রিজিয়নের পরিচালক অপারেশন(নোডাল অফিসার) লে: কর্নেল এসএম শফিকুর রহমান ৫সদস্যের প্রতিনিধিদলের নেতৃত্ব দেন। এসময় গুইমারা সেক্টরের প্রতিনিধি, রামগড়স্থ ৪৩বিজিবির অধিনায়ক লে. কর্নেল মো: আবু বকর সিদ্দিক সাইমুমসহ বিভিন্ন ব্যাটালিয়ন অধিনায়ক ও প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

অপরদিকে বিএসএফের ৬সদস্যের প্রতিনিধিদলের নেতৃত্ব দেন ফ্রন্টিয়ার মিজোরাম এন্ড কাচার(নোডাল অফিসার) অশোক কুমার।

জানা গেছে, আগামী ১১ই সেপ্টেম্বর থেকে ১৪ই সেপ্টেম্বর বিজিবির চট্টগ্রাম দক্ষিন—পূর্ব রিজিয়ন সদর দপ্তরে অনুষ্ঠিতব্য রিজিয়ন কমান্ডার ও আইজি বিএসএফ পর্যায়ে সীমান্ত সম্মেলনকে কেন্দ্র করে সোমবার পূর্ব প্রস্তুুতিমূলক এ সভার আয়োজন করা হয়।
এর আগে বিএসএফ প্রতিনিধিদল বাংলাদেশে পৌঁছালে বিজিবির পদস্থ কর্মকর্তারা তাদের ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানান।